১৮ তম নিবন্ধন লিখিত প্রশ্ন (ভৌত বিজ্ঞান)

১৮ তম নিবন্ধন লিখিত প্রশ্ন (ভৌত বিজ্ঞান)

বিষয়: রসায়ন

বিষয় কোড ২০

পদের নাম: সহকারী শিক্ষক (ভৌত বিজ্ঞান)/রসায়ন/প্রদর্শক

সময়-৩ ঘণ্টা

পূর্ণমান-১০০

[দ্রষ্টব্য: ডান পার্শ্বে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। সকল প্রশ্নের উত্তর দেয়া আবশ্যিক।]

ক বিভাগ নম্বর

১। (ক) কোন কোন শর্তে বাস্তব গ্যাসসমূহ আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে? ৩+২=৫ ভ্যান্ডার ওয়ালস্ ধ্রুবক ৫ ও ৬ এর তাৎপর্য লিখুন। (তেজস্ক্রিয় গড় আয়ু বলতে কী বুঝেন? তেজস্ক্রিয় গড় আয়ুর সাথে ক্ষয়, ১+৪=৫ ধ্রুবকের সম্পর্কযুক্ত সমীকরণটি প্রতিপাদন করুন। (গ) বর্গমূল গড় বর্গবেগ কী? 27°C তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাসের বর্গমূল গড় ১+৪=৫ বর্গবেগ হিসাব করুন।

২। (ক) অসমোটিক চাপ কাকে বলে? অসমোটিক চাপ হতে কোনো পদার্থের আণবিক ভর নির্ণয়ের সমীকরণটি প্রতিপাদন করুন। (খ) স্ফুটনাংক উন্নয়ন সম্পর্কিত রাউন্টের সূত্রটি বিবৃত ও ব্যাখ্যা করুন। (গ) 100g পানিতে 6g ইউরিয়া দ্রবীভূত করলে উদ্ভূত দ্রবণের স্ফুটনাংক কত ৫ ৫ ৫ হবে? [পানির K₁ = 0-514K kg/mol]

৩। (ক) ফাজানের নিয়মসমূহ বর্ণনা করুন। NaCl ও CuCl এর মধ্যে কোনটি ২+৩=৫ অধিক সমযোজী এবং কেন? ব্যাখ্যা করুন। (খ) ডাইপোল মোমেন্ট কী? ডাইপোল মোমেন্টের সাহায্যে পানির অণুর প্রকৃতি ১+৪=৫ ব্যাখ্যা করুন। (গ) বাফার দ্রবণ কাকে বলে? একটি ক্ষারীয় বাফার দ্রবণের ক্রিয়া-কৌশল ১+৪=৫ উদাহরণসহ ব্যাখ্যা করুন।

৪। (ক) সংকরণ কাকে বলে? অ্যালকেনে কার্বনের সংকরণ উদাহরণসহ ব্যাখ্যা ১+৪=৫ করুন। ( খ) ফরমিক এসিড, এসিড ও অ্যালডিহাইড উভয়রূপে কাজ করে-ব্যাখ্যা করুন। (গ) ট্রিপল সুপার ফসফেট বা টি.এস.পি এর শিল্প উৎপাদন বর্ণনা করুন।

৫। (ক) ক্যানিজারো বিক্রিয়া কী? এর কৌশল বর্ণনা করুন। (খ) পেনিসিলিন কী? অ্যাসপিরিনের প্রস্তুতি ও ব্যবহার লিখুন। ৫ ৫ ১+৪=৫ (গ) অণুবন্ধি অম্ল কাকে বলে? উদাহরণসহ অম্ল-ক্ষারক সম্পর্কিত লুইস মতবাদ ১+৪=৫ ব্যাখ্যা করুন।

খ বিভাগ

৬। (ক) তরলের সান্দ্রতা কী? এর উপর তাপমাত্রার প্রভাব লিখুন। (খ) কার্বিল অ্যামিন পরীক্ষা কী? ১+২=৩ ২ ৩ 1 ২ ২ ৩ ৭। (ক) জ্যামিতিক সমাণুতা প্রদর্শনের শর্তাবলি বর্ণনা করুন। (খ) আউফবাউ নীতিটি লিখুন।

৮। (ক) ডিলোকালাইজেশন কী? (খ) কেন পিরিডিন অ্যালিফেটিক অ্যামিন থেকে কম ক্ষারীয়?

৯। (ক) ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য ব্যাখ্যা করুন।

১০। ( (খ) Sc মৌলটি ঐ ব্লকভুক্ত হলেও অবস্থান্তর মৌল নয় ব্যাখ্যা করুন। ক) বেনজিন থেকে কীভাবে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড পাওয়া যায়? সমীকরণসহ লিখুন। (খ) ক্লিমেনসন বিজারণ কী?

১৮ তম নিবন্ধন লিখিত প্রশ্ন (ভৌত বিজ্ঞান)

Check Also

এনটিআরসিএ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য আগামী তিন বছরের শূন্য পদের তথ্য চেয়েছে

এনটিআরসিএ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য আগামী তিন বছরের শূন্য পদের তথ্য চেয়েছে

বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যবসা ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগের জন্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *