বিকাল ৩ ঘটিকা থেকে অমর একুশে বইমেলা ২০২৪ অনুষ্ঠিত হচ্ছে। নতুন বছরের বইমেলাটি উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অমর একুশে বইমেলা ২০২৪ এ আপনাকে স্বাগতম।
১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের কোমর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে এবং বইমেলার মূল প্রতিপাদ্য হচ্ছে- ” পরে বই গড় দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”। ২০২৪ সালের অমর একুশে বইমেলার আয়তন ১১ লাখ বর্গফুট এবং এবারের বইমেলায় বইয়ের স্টল রয়েছে ৬৩৫ টি।
অমর একুশে বইমেলার স্টোল গুলোর মধ্যে একাডেমি প্রাঙ্গনে ১২০টি প্রতিষ্ঠান ১৭৩টি ইউনিট রয়েছে। সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৫১৫ টি প্রতিষ্ঠান এবং ৭৬৪ ইউনিট বরাদ্দ রয়েছে।
বাংলা একাডেমী প্রাঙ্গণে ১ ও সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৩৬ টি প্যাভিলিয়ন থাকবে। এছাড়া আরো অনেক কিছু রয়েছে যা বিস্তারিত পরবর্তীতে আমাদের থেকে দেখতে পারবেন।
গত বছরের মত এবারও রমনা কালী মন্দির গেটে প্রবেশের ঠিক ডানদিকে বড় পরিসরে রাখা হয়েছে শিশু তত্ত্বর। যেটি বইমেলার সৌন্দর্য বৃদ্ধি করছে।
প্রতি শুক্র ও শনিবার মেলায় ১১টা থেকে ১টা পর্যন্ত শিশু প্রহর থাকবে। এছাড়া বইমেলায় আরো অনেক নিরাপত্তাকর্মী ব্যবস্থা করেছে।
২০২৪ সালের অমর একুশে বইমেলা টি সম্পূর্ণ সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত থাকবে। এছাড়া অতিরিক্ত নিরাপত্তার জন্য নির্মাণ করা হয়েছে ওয়াস টাওয়ার।