স্কুল বা কলেজে যোগদানের ক্ষেত্রে নিয়োগপত্র পেয়ে যোগদান পত্র যেভাবে লিখবেন- আমেরিকান পদ্ধতি সবই ডান পার্শ্বে রাখবেন, Left Alignment- ০৩ অক্টোবর, ২০২৪ ইং, প্রধান শিক্ষক, চিরনিখলা উচ্চ বিদ্যালয়, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।
বিষয়ঃ সহকারী শিক্ষক (ইংরেজি) পদে যোগদান প্রসঙ্গে। জনাব, যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারী ১৫ সেপ্টেম্বর, ২০২৪ ইং তারিখে আপনার প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক (ইংরেজি) পদে নিয়োগের জন্য এনটিআরসিএ কর্তৃক সুপারিশ পেয়ে, ০১ অক্টোবর, ২০২৪ ইং তারিখে আপনার প্রদত্ত নিয়োগপত্র মর্মে (যাহার সূত্রঃ নিয়োগ-সহঃশিঃ-নল-ডেবাবি/১২ ও তারিখঃ ০১ অক্টোবর, ২০২৪ ইং) আজ ০৩ সোমবার, ২০২৪ ইং তারিখ পূর্বাহ্নে সহকারি শিক্ষক (ইংরাজি) পদে যোগদান করছি।
সে মতে মহদয়ের সমীপে প্রার্থনা আমার যোগদান পত্র গ্রহণ পূর্বক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জনাবের মর্জি হয়। বিনীত, আপনার একান্ত অনুগত, (এখানে আপনার স্বাক্ষর দিবেন) (তারপর পিয়নের হাতে ৫০০ টাকা দিয়ে ভাল মানের মিষ্টি নিয়ে আসতে বলবেন।
এনটিআরসিএ [NTRCA] শিক্ষক নিয়োগ পত্র নমুনা
সহকারী শিক্ষক চাকরির যোগদান পত্র লেখার নিয়ম
তারিখ: ০৬ জানুয়ারি ২০২৪ খ্রিঃ
বরাবর
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার
ঢাকা।
বিষয়: যোগদানপত্র গ্রহণের আবেদন।
সবিনয় নিবেদন এই যে,
আমি,
[নাম],রোল: [রোল নম্বর],
উপজেলা: [উপজেলার নাম],
জেলা: ঢাকা,
মোবাইল নম্বর: [মোবাইল নম্বর],
কে জেলা প্রাথমিক শিক্ষা অফিস, ঢাকা এর ২৩ জানুয়ারি ২০২৩ তারিখের ৩৮.০১.৫০০০.২০১.১১.০০১.১৯ নম্বর স্মারকপত্র মোতাবেক মৌলভীবাজার জেলায় সহকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে যোগদানের জন্য নিয়োগপত্র প্রাপ্ত।
আমি উক্ত নিয়োগপত্রের সকল শর্ত মেনে আজ ০৬ জানুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ পূর্বাহ্নে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করলাম।
এমতাবস্থায়,
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে আমার যোগদানপত্র গ্রহণ করতে মহোদয়ের সদয় মর্জি হয়।
অনুগ্রহপূর্বক আমার যোগদানপত্র গ্রহণের জন্য আবেদন করছি।
আপনার অনুগত
[স্বাক্ষর]সংযুক্তি:
১. পুলিশ ভেরিফিকেশন ফরম (পূরণকৃত) ০৩ (তিন) সেট।
২. সিভিল সার্জন, মৌলভীবাজার কর্তৃক প্রদত্ত স্বাস্থ্যগত সনদ ০১ (এক) খানা।
এনটিআরসিএ [NTRCA] প্রভাষক পদে যোগদান পত্র
এনটিআরসিএ [NTRCA] কলেজে ও স্কুলে যোগদান পত্র লেখার নিয়ম
স্কুল বা কলেজে যোগদানের ক্ষেত্রে নিয়োগপত্র পেয়ে যোগদান পত্র যেভাবে লিখবেন- আমেরিকান পদ্ধতি সবই ডান পার্শ্বে রাখবেন, Left Alignment- ০৩ অক্টোবর, ২০২৪ ইং, প্রধান শিক্ষক, চিরনিখলা উচ্চ বিদ্যালয়, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।
বিষয়ঃ সহকারী শিক্ষক (ইংরেজি) পদে যোগদান প্রসঙ্গে। জনাব, যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারী ১৫ সেপ্টেম্বর, ২০২৪ ইং তারিখে আপনার প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক (ইংরেজি) পদে নিয়োগের জন্য এনটিআরসিএ কর্তৃক সুপারিশ পেয়ে, ০১ অক্টোবর, ২০২৪ ইং তারিখে আপনার প্রদত্ত নিয়োগপত্র মর্মে (যাহার সূত্রঃ নিয়োগ-সহঃশিঃ-নল-ডেবাবি/১২ ও তারিখঃ ০১ অক্টোবর, ২০২৪ ইং) আজ ০৩ সোমবার, ২০২৪ ইং তারিখ পূর্বাহ্নে সহকারি শিক্ষক (ইংরাজি) পদে যোগদান করছি।
সে মতে মহদয়ের সমীপে প্রার্থনা আমার যোগদান পত্র গ্রহণ পূর্বক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জনাবের মর্জি হয়। বিনীত, আপনার একান্ত অনুগত, (এখানে আপনার স্বাক্ষর দিবেন) (তারপর পিয়নের হাতে ৫০০ টাকা দিয়ে ভাল মানের মিষ্টি নিয়ে আসতে বলবেন।
এনটিআরসিএ [NTRCA] যোগদান পত্র pdf
আশা করি উপরে থেকে আপনারা যোগদান পত্র সম্পর্কে সম্পূর্ণ ধারনা পেয়েছেন। আপনারা চাইলে নিম্নে থেকে যোগদান পত্র pdf দেখে নিতে পারেন। আপনারা আজকের টপিক সম্পর্কিত কোন প্রশ্ন ও মতামত থাকলে নিম্নে কমেন্ট করে জানাতে পারেন। যোগদান পত্র pdf দেখতে এখানে ক্লিক করুন।