Shikkhok Nibondhon Question Bank | শিক্ষক নিবন্ধন সাজেশন্স, প্রশ্নব্যাংক ২০২৪

এনটিআরসিএ নোটিশ ডট কম এ আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন। আজকে আপনার শিক্ষক নিবন্ধন পরীক্ষার আরেকটি মডেল টেস্ট নিয়ে হাজির হলাম। গত দিনে এই শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য একটি মডেল টেস্ট দিয়েছিলাম। এবং সেখানে সাধারণ জ্ঞান বিষয়ে একটি মডেল টেস্ট ছিল। আজকে আরেকটি মডেল টেস্ট ১৮ তম শিক্ষক নিবন্ধন নারীদের জন্য দেয়া হলো।

Shikkhok Nibondhon Model Test 02 | শিক্ষক নিবন্ধন সাজেশন্স, প্রশ্নব্যাংক ও মডেল টেস্ট ০২

শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাশ করতে হলে আপনাকে কিছু টেকনিক অবলম্বন করে পড়তে হবে। তা না হলে আপনি সহজে পিলিমিনারি পাস করতে পারবেন না। আপনাকে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাশ করতে হলে 40% নাম্বার পেলেই এনাফ। এত সহজ হওয়া সত্ত্বেও অনেকে পাস করতে পারে না কারণ তারা কোন টেকনিক অবলম্বন করে পড়াশোনা করে না।
শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষায় প্রথমবারে পাস করতে হলে আপনাকে সিলেবাস দেখে গুরুত্বপূর্ণ কিছু টপিক বিস্তারিত পড়তে হবে। এতে আপনি কম সময়ে ভাল প্রস্তুতির সম্পন্ন করতে পারবেন এবং পরীক্ষায় পাস করতে পারবেন।
শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বাংলা অংশ থেকে ২৫ টি নৈবিত্তিক অংশ থাকে। যেখানে স্কুল পর্যায়ে ,স্কুল পর্যায়ে টু এবং কলেজ পর্যায়ের বাংলা সিলেবাস প্রায় একই।

শিক্ষক নিবন্ধন পরীক্ষার কলেজ বাংলা সিলেবাস পর্যালোচনা

কলেজ পর্যায়ে বাংলা টপিক থেকে যে অধ্যায়গুলো ভালোভাবে পড়তে হবে সেগুলো হলো- ভাষারীতি, শব্দ , বিরাম চিহ্নের ব্যবহার , বাগধারা ও ভাগবিধি , ভুল সংশোধন ও শুদ্ধকরণ , অনুবাদ , সন্ধি , বিচ্ছেদ কারক ও বিভক্তি , সমাস , সমার্থক শব্দ , বিপরীতার্থক শব্দ , বাক্য সংকোচন , লিঙ্গ পরিবর্তন , ইত্যাদি থেকে প্রশ্ন করা হয়ে থাকে।

Shikkhok Nibondhon Model Test 02

১। দেশের প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দর কোথায় হওয়ার কথা ছিল?
সঠিক উত্তর হচ্ছে সোনাদিয়া।
২। বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি?
সঠিক উত্তর হচ্ছে WTO.
৩। বর্ধমান হাউস কোথায় অবস্থিত?
সঠিক উত্তর হচ্ছে ঢাকা।
৪। কোন শহরটি বিগ আপেল নামে পরিচিত?
সঠিক উত্তর হচ্ছে নিউইয়র্ক।
৫। বাংলার সর্ব প্রাচীন জনপদ কোনটি?
সঠিক উত্তর হচ্ছে পুন্ড্র।
৬। আলোর কণাতত্ত্বের প্রবক্তা কে?
সঠিক উত্তর হচ্ছে আইজ্যাক নিউটন।
৭। কোন শহরটি দিক আপেল নামে পরিচিত ছিল?
উত্তর নিউইয়র্ক।
৮। আকাশে উজ্জ্বলতম নক্ষত্র কোনটি?
উত্তর লুধক।
৯। ঢাকার ধোলাইখাল কে খনন করেন?
সঠিক উত্তর ইসলাম খান।
১০। ইউনেস্কো কবে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে ?
সঠিক উত্তর 1997 সালে।
১১। ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান?
সঠিক উত্তর হচ্ছে জিব্রাল্টার।
১২। কোনটিতে রোবটের ব্যবহার করা হয়?
জটিল সার্জারি চিকিৎসায়।
১৩। আল আকসা মসজিদ কোথায় অবস্থিত?
সঠিক উত্তর ফিলিস্তিন।
১৪। পৃথিবীতে সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি?
সঠিক উত্তর হচ্ছে প্লাটিনাম।
১৫। দেহ বৃদ্ধি কারক হরমোন কোনটি?
সঠিক উত্তর হচ্ছে সোমাটোট্রফিক।
সম্মানিত শিক্ষক নিবন্ধন প্রস্তুতি সম্পন্নকারী বন্ধুরা, উপরে আমরা তোমাদের ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 15 টি প্রশ্ন এবং উত্তর দিয়েছি। আশা করি এই প্রশ্নগুলো থেকে তোমাদের সামনে নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি নিতে সহায়ক হবে। এছাড়া আমরা আমাদের সাইটে শিক্ষক নিবন্ধন পরীক্ষার সাজেশন এবং প্রশ্ন ব্যাংক এবং মডেল টেস্ট প্রতিনিয়ত আপডেট করে যাব। যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রস্তুতি নিতে চান তারা প্রতিনিয়ত আমাদের সাইট ভিজিট করুন।

Check Also

১৯-তম-শিক্ষক-নিবন্ধন-পরীক্ষার-প্রস্তুতি-

১৯তম শিক্ষক নিবন্ধন পরিক্ষার প্রস্ততি ২০২৪

১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সফলতার জন্য সুনির্দিষ্ট ও কার্যকরী প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। NTRCA পরীক্ষায় সফলতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *