Ntrca gono biggopti 2024 | এনটিআরসিএ ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশ ২০২৪

Ntrca gono biggopti 2024 | এনটিআরসিএ ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশ ২০২৪: NTRCA ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে | আসন সংখ্যা ৯৬৭৩৬ জন. বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA এর ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যাবসায় ব্যাবস্থাপনা প্রবেশ পর্যায়ে শূন্য পদ পূরণের লক্ষে সর্বমোট ৯৬৭৩৬ জন শিক্ষক পদে নিয়োগের লক্ষে NTRCA এর ৫ম গণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

সর্বমোট ৯৬৭৩৬ টি শূন্য পদের মধ্যেঃ এমপিওভুক্ত স্কুল ও কলেজ পর্যায়ে মোট শূন্য পদের সংখ্যা ৪৩,২৮৬ টি . এমপিওভুক্ত মাদ্রাসা, ব্যাবসায় ব্যাবস্থাপনা ও কারিগর প্রতিষ্ঠানে শূন্য পদের সংখ্যা ৫৩,৪৫০ টি . সংশ্লিষ্ট পদে নিবন্ধন্ধারী প্রার্থীদের নিকট থেকে আবেদন আহবান করা হয়েছে।

৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদনের পূর্বে করণীয়

  • একই রোল, ব্যাচ এবং রেজিষ্ট্রেশন নম্বর ব্যবহার করে শুধুমাত্র একটি আবেদন করা যাবে।
  • চূড়ান্ত জমা দেওয়ার পূর্ব পর্যন্ত আবেদনটি ড্রাফ্ট হিসেবে সংরক্ষিত থাকবে।
  • আবেদন প্রক্রিয়ার যেকোনো পর্যায়ে আপনি লগআউট করতে পারেন। পুনরায় লগইন করে ড্রাফ্ট আবেদনের অবশিষ্ট ধাপ সম্পন্ন করা যাবে। এই সময় ইতিমধ্যে পূরণকৃত যেকোনো তথ্য পরিবর্তন, পরিমার্জন ও সংশোধন করতে পারবেন।
  • আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটি স্বতন্ত্র ট্র্যাকিং নম্বর প্রদান করা হবে। এই নম্বর ব্যবহার করে ফি প্রদান করতে হবে।
  • নির্দিষ্ট সময়ের মধ্যে ফি প্রদান করলেই কেবলমাত্র আবেদনটি চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।
  • আবেদন সংক্রান্ত কোন সাহায্যের জন্য কাস্টোমার কেয়ার-এ যোগাযোগ করুন। আবেদন সংক্রান্ত কাস্টমার কেয়ারে যোগাযোগ করার জন্য এখানে ক্লিক করুন।
[Final Submission এর পর কোন অবস্থাতেই আবেদনটির কোন তথ্য পরিবর্তন, পরিমার্জন ও সংশোধন করা যাবে না।]

৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদনের নিয়ম

এখানে আমরা ৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদনের প্রতিটি স্টেপ চিত্র সহকারে দেখানোর চেষ্টা করব। আশা করি এখান থেকে আপনি খুব সহজেই আপনার শিক্ষক নিবন্ধনের আবেদন সম্পন্ন করতে পারবেন।

১। login: প্রথমে আপনাকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এর মূল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এবং সেখানে লগইন করতে হবে। লগইন করার জন্য এখানে ক্লিক করে লগইন করবেন নিম্নের চিত্রটি দেখতে পারবেন।

২। Applicant Verification: এরপর আপনার নিবন্ধন সনদের রোল নাম্বার এবং কততম নিবন্ধন সনদ তা সঠিকভাবে পূরণ করবেন। রোল এবং ব্যাচ নাম্বার সঠিকভাবে দিলে তারপর রেজিস্ট্রেশন নাম্বার প্রদান করতে হবে। অর্থাৎ নিম্নের চিত্রের মত দেখাবে।

৩। Personal Information: এরপর সাবমিট করতে হবে। সাবমিট করা হলে পরবর্তী পেইজে আপনার পার্সোনাল ইনফরমেশন সঠিকভাবে দিবেন। অবশ্যই গণবিজ্ঞপ্তিতে আবেদনের জন্য নিচের তথ্যগুলো সঠিকভাবে পূরণ করবেন। প্রয়োজনে চিত্র লক্ষ্য করুন।

  • নিজের নাম
  • বাবার নাম
  • মায়ের নাম
  • জাতীয়তা
  • লিঙ্গ
  • জন্মতারিখ
  • মোবাইল নম্বর
  • ভোটার আইডি কার্ড নাম্বার
  • বিবাহিত/ও অবিবাহিত
  • ধর্ম
  • ইত্যাদি তথ্য সঠিকভাবে পূরণ করবেন

৪। Address Details: উপরের পার্সোনাল তথ্য সঠিকভাবে দেবার পরে আপনার ঠিকানা বিস্তারিত দিবেন। আপনার জেলা, থানা এবং পোস্ট কোড দিবেন। যদি বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই হয় তাহলে একই দিবেন। অর্থাৎ প্রেজেন্ট এড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সঠিকভাবে লিখুন। নিম্নে চিত্র সহকারে দেখানো রয়েছে।

Ntrca gono biggopti 2024 | এনটিআরসিএ ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশ ২০২৪

৫। Add/Remove Choices: এখানে আপনি সরাসরি কলেজ বা প্রতিষ্ঠানের নাম সার্চ করে চয়েজ করতে পারেন। অথবা জেলা ও থানা সিলেক্ট করে এবং প্রতিষ্ঠান ও পদ সিলেক্ট করে সার্চ করতে পারেন। নিম্নের চিত্র লক্ষ্য করুন।

উপরের সার্চ ক্রাইটেরিয়াগুলো ঐচ্ছিক। প্রয়োজনমত এক বা একাধিক অপশন সিলেক্ট করুন। উদাহরণস্বরূপঃ যদি কোন একটি জেলার শুন্যপদের তালিকা দেখতে চান, তাহলে শুধুমাত্র ঐ জেলাটি সিলেক্ট করুন, অন্য কোন ক্রাইটেরিয়া/অপশন সিলেক্ট করার প্রয়োজন নাই।
কোন অপশন সিলেক্ট না করেও সার্চ করতে পারবেন।

৬। অনুসন্ধানে প্রাপ্ত শুন্যপদসমূহ ছোট ছোট ধাপে প্রদর্শিত হয়। প্রতিটি ধাপে ১০টি করে পদ রয়েছে।
পরবর্তী ১০টি দেখতে হলে Next-এ ক্লিক করুন (নিচের ছবির অনুরূপ)।

  • সতর্কতার সাথে কাংখিত পদসমূহ নির্বাচন করুন।
  • আপনি সর্বোচ্চ ৪০টি পদ নির্বাচন করতে পারবেন।
  • কোন পদ নির্বাচন করতে হলে উক্ত পদটির উপরে ক্লিক করুন। প্রসেসটি শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
  • সফলভাবে নির্বাচিত পদটিতে একটি নীল টিক চিহ্ণ done প্রদর্শিত হবে।
  • নির্বাচিত পদটি বাতিল করতে সেটির উপরে আবারও ক্লিক করুন। প্রসেসটি শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

৭। Order/Remove Choices

  • নির্বাচিত পদসমূহকে পছন্দক্রম অনুযায়ী সাজান। এজন্য ক্লিক করে পদটি সিলেক্ট করুন।
  • ঊর্দ্ধমূখী তীরচিহ্নতে ক্লিক করলে পদটি পছন্দক্রমের এক ধাপ উপরে যাবে।
  • নিম্নমূখী তীরচিহ্নতে ক্লিক করলে পদটি পছন্দক্রমের এক ধাপ নীচে যাবে।
  • মাউস দিয়ে উপরে/নীচে Drag-and-drop করেও পদটির অবস্থান পরিবর্তন করতে পাবেন।
  • কোন পদকে বাদ দিতে হলে ক্রস আইকনে close পরপর দুইবার ক্লিক করুন। তাৎক্ষণিকভাবে সেটি ডেটাবেজ থেকে মুছে যাবে।
  • পরবর্তী ধাপে যাওয়ার জন্য Photo & Signature বাটনে ক্লিক করলেই কেবলমাত্র পছন্দক্রমটি ডেটাবেজ-এ সেভ হবে।

৮। Photo & Signature।

৯। Preview & Final Submission then Submit

Please review carefully the information below. After final submission, you can not edit the application, and you are not allowed to submit another application.

BGovt. Com এর পক্ষ থেকে স্বাগতম। BD Govt সাইটে সরকারি সকল চাকরির খবর, শিক্ষামূলক তথ্য, স্বাস্থ্য টিপস, টেকনোলজি এবং বাংলাদেশের সরকারি তথ্য দেওয়া হয়ে থাকে।

Check Also

18th NTRCA Viva Result 2024 | 18th NTRCA Final Result 2024

18th NTRCA Final Result 2024 NTRCA 18th Teacher Registration Preliminary Exam Result 2024: Expected Release …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *