১৮ তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি পর্ব বিরাম চিহ্ন বা যতি চিহ্ন বা ছেদ চিহ্নের ব্যবহার

১৮ তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতির আরেকটি নতুন পর্বে আপনাকে স্বাগতম। আজকে আমরা বিরাম চিহ্ন বা যতি চিহ্ন বা ছেদ চিহ্ন এর ব্যবহার এবং বিগত বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি পরীক্ষায় আসা প্রশ্ন এবং সমাধান নিয়ে আলোচনা করব। আপনারা যারা বিরাম চিহ্ন এর ব্যবহার সম্পর্কে জানেন না অথবা সামনে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে যাচ্ছেন অথবা প্রাইমারি শিক্ষক নিয়োগ এর পরীক্ষা দিবেন অথবা যেকোনো সরকারি চাকরির প্রস্তুতি নেয়ার জন্য আপনি আজকে টপিকটি ভালোভাবে দেখে নিতে পারেন।
বিরাম চিহ্ন বা যতি চিহ্ন বা ছেদ চিহ্ন 2024

বিরাম চিহ্ন বা যতি চিহ্ন বা ছেদ চিহ্ন

আমরা কথা বলা বা বিভিন্ন ক্ষেত্রে মনের ভাব প্রকাশের জন্য অনেক কথাই বলে থাকি। তবে আপনি যদি কোন কথা বিরাম চিহ্ন ব্যবহার না করে বলেন। তাহলে আপনার কথার কিছুই বুঝবে না এবং যদি পরীক্ষায় বিরাম চিহ্ন সঠিক ব্যবহার না করেন তাহলে পরীক্ষায় ফেল ছাড়া পাস করতে পারবেন না। বাক্যের অর্থ সুস্পষ্টভাবে প্রকাশ করার জন্য বাক্য উচ্চারণের সময় বাক্যের মাঝে ও শেষে বিরতি দিতে হয়। এই বিরতির পরিমাণ প্রয়োজন অনুযায়ী কম-বেশি হয়ে থাকে। আবার বাক্য উচ্চারণের সময় বিভিন্ন আবেগের জন্য উচ্চারণ বিভিন্ন হয়ে থাকে। বাক্যটি লেখার সময় এই বিরতি ও আবেগের ভিন্নতা প্রকাশ করার জন্য যেই চিহ্নগুলো ব্যবহার করা হয়, তাদেরকে বিরাম চিহ্ন বা যতি চিহ্ন বা ছেদ চিহ্ন বলে। প্রাচীন বাংলায় মাত্র দুইটি বিরাম চিহ্ন ব্যবহার করা হতো, দাঁড়ি (1) ও দুই দাঁড়ি (Ⅱ)। পরবর্তীতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইংরেজি ভাষার অনুকরণে বাংলায় আরো অনেকগুলো বিরাম চিহ্ন প্রচলন করেন। শিক্ষক নিবন্ধন সম্পর্কিত সর্বশেষ তথ্য দেখুন শিক্ষক নিবন্ধন ফলাফল দেখুন এখানে সকল শিক্ষক নিবন্ধন পরিক্ষার প্রশ্নের সমাধান দেখুন How to Check the NTRCA Written Result? How to check NTRCA Preliminary Result? বেসরকারি শিক্ষক নিবন্ধন নিয়োগ বিজ্ঞপ্তি 2024 বাক্যের চিহ্ন হলো এমন কিছু চিহ্ন যা বাক্যের অর্থ সুস্পষ্ট করার জন্য ব্যবহৃত হয়। বাংলা ভাষায় মোট ১২টি বাক্যের চিহ্ন রয়েছে। এগুলো হলো:
  • কমা (,)
  • সেমিকোলন (;)
  • দাঁড়ি বা পূর্ণচ্ছেদ (।)
  • প্রশ্নবোধক চিহ্ন (?)
  • বিস্ময়সূচক বা আশ্চর্যবোধক চিহ্ন (!)
  • কোলন (:)
  • ড্যাস (-)
  • কোলন ড্যাস (:-)
  • হাইফেন (-)
  • ইলেক বা লোপ চিহ্ন (’)
  • উদ্ধরণ চিহ্ন (“,””)
  • ব্র্যাকেট বা বন্ধনী চিহ্ন ( ), { }, [ ]
বর্তমানে ব্যবহৃত বিরাম চিহ্নগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি বিরাম চিহ্ন নিচে দেয়া হলো-
বিরাম চিহ্ন বা যতি চিহ্ন বা ছেদ চিহ্ন

বাক্যের ভিতরে ব্যবহৃত চিহ্নগুলো

আমরা আমাদের পরীক্ষায় এবং বিভিন্ন ক্ষেত্রে বাক্য ইউজ করে থাকি। তো বাক্যের মাঝে যে সকল বিরাম চিহ্ন ব্যবহৃত হয়। সেগুলো নিম্ন থেকে দেখে নেই।
  • কমা (,): বাক্যকে কয়েকটি ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মাঝে কমা ব্যবহার করা হয়।
  • সেমিকোলন (;): কমার চেয়ে বেশি কিন্তু দাঁড়ির চেয়ে কম বিরতি দেয়ার জন্য সেমিকোলন ব্যবহার করা হয়।
  • কোলন (:): একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্য লিখতে হলে কোলন ব্যবহার করতে হয়।
  • ড্যাস (-): যৌগিক ও মিশ্র বাক্যে দুই বা তারচেয়েও বেশি পৃথক বাক্য লেখার সময় তাদের মধ্যে সমন্বয় সাধন করতে ড্যাস চিহ্ন ব্যবহার করা যায়।
  • হাইফেন (-): সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইফেন ব্যবহার করা হয়।
  • উদ্ধরণ চিহ্ন (“”): বক্তার কথা হুবুহু উদ্ধৃত করলে সেটিকে এই চিহ্নের মধ্যে রাখতে হয়।
  • ব্র্যাকেট (()): সাহিত্যে ও রচনায় ব্যাখ্যা দেয়ার জন্য ব্র্যাকেট ব্যবহার করা হয়।

বিরাম চিহ্ন বা যতি চিহ্ন বা ছেদ চিহ্ন থেকে বিগত প্রিলিমিনারি পরীক্ষায় আসা প্রশ্ন এবং সমাধান

১। সম্বোধন পদে কোন জ্যোতিচিহ্ন বসে?
সঠিক উত্তর কমা।
২। বন্ধনী চিহ্ন সাহিত্যে কি অর্থে ব্যবহৃত হয়?
সঠিক উত্তর ব্যাখ্যামূলক।
৩। বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়?
বিরাম চিহ্ন মূলত বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য ব্যবহৃত হয়।
৪। বাক্যে কোন জ্যোতিচিহ্নটি থাকলে থামার প্রয়োজন নেই?
সঠিক উত্তর হচ্ছে হাইফেন। হাইফেন থাকলে তামা প্রয়োজন নেই।
৫। বিরাম চিহ্নের প্রবর্তক কে?
বিরাম চিহ্নের প্রবর্তক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
৬। সমাজবদ্ধ পদের অনেকগুলো বিছিন্ন করে দেখানোর জন্য কোন চিহ্ন ব্যবহৃত হয়?
সঠিক উত্তর হচ্ছে হাইফেন।
৭। উদাহরণ প্রয়োগের ক্ষেত্রে সাধারণত কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়?
সঠিক উত্তর কোলন ড্যাস।
৮। উদ্চিধরণ চিহ্নেরপূর্বে বসাতে হবে কোনটি?
কমা বসাতে হবে।
৯। কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন বিরাম চিহ্ন বসে?
সেমিকোলন বসে।
১০। কমা এর বাংলা কি?
কমা এর বাংলা হচ্ছে পাদচ্ছেদ।
১১। বাড়ি বা রাস্তার নম্বরের পর নিচের কোন চিহ্নটি বসে?
সঠিক উত্তর হচ্ছে কমা।
১২। বাক্যে বিস্ময় সূচক চিহ্ন থাকলে কতক্ষণ থামতে হবে?
এক সেকেন্ড থামতে হবে।
১৩। কোন বিরাম চিহ্নের বিরতি কাল নেই?
হাইপেন বিরাম চিহ্নের বিরতিকাল নেই।
১৪। বাক্যে দাড়ি থাকলে কতক্ষণ থামতে হবে?
সঠিক উত্তর এক সেকেন্ড বিরতির প্রয়োজন।
১৫। একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন বিরাম চিহ্ন ব্যবহার করতে হবে?
সঠিক উত্তর হচ্ছে কোলন।
১৬। কমা কোথায় বসে?
কমা সম্বোধন পদের পরে বসে।
১৭। উদ্ধৃতি চিহ্ন কোথায় বসে?
উদ্ধৃতি চিহ্ন সংলাপে বসে।
১৮। বাক্যে সেমিকোলন থাকলে কতক্ষণ থামতে হয়?
এক বলার দ্বিগুণ সময় থাকতে হয়।
১৯। বাংলা ভাষায় যতি চিহ্ন মোট কয়টি?
মোট ১৩টি।
২০। কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন?
দাড়ি হচ্ছে প্রান্তিক বিরাম চিহ্ন।
২১। তারিখ লিখতে কোন জ্যোতিচিহ্নের ব্যবহার হয়?]
কমা চিহ্ন ব্যবহার হয়।
২২। বাক্যে কোন জ্যোতি চিহ্নের প্রয়োগে থামার প্রয়োজন নেই?
হাইফেন চিহ্ন থাকলে খামার প্রয়োজন নেই।
২৩। বাংলা গদ্যে প্রথম বিরাম চিহ্নের সুষ্ঠু ব্যবহার করেন কে?
সঠিক উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
২৪। নিচের কোন বিরাম চিহ্ন কে পথ সংযোগ চিহ্ন বলে?
সেমিকোলন।
২৫। যৌগিক ও মিশ্র বাকে পৃথক ভাবা পণ্য দুই বা ততোধিক বাক্যের সমন্বয় বা সংযুক্ত যাতে কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়?
ড্যাশ চিহ্ন ব্যবহৃত হয়।
২৬। ইলেক চিহ্ন দিতে হয়?
বিলুপ্ত বর্ণের জন্য।
২৭। উদ্ধৃতি চিহ্ন কত প্রকার?
দুই প্রকার।
২৮। বিরাম চিহ্ন ব্যবহৃত হয় না কোথায়?
বক্তার মেজাজ কে স্পষ্ট করতে বিরাম চিহ্ন ব্যবহৃত হয় না।
২৯। একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে কোন চিহ্ন বসে?
ড্যাশ চিহ্ন বসে।
৩০। হৃদয়াবেগ প্রকাশ করতে হলে কোন চিহ্ন বসে?
বিস্ময় ।
সম্মানিত পাঠক পাঠিকা উপরে আমরা বিরাম চিহ্ন বা যতি চিহ্ন বা ছেদ চিহ্নের ব্যবহার এবং বিগত পরীক্ষায় আসা প্রশ্ন ও সমাধান আলোচনা করেছি। আশা করি আজকের টপিকটি আপনার চাকরি প্রস্তুতি নিতে সহায়তা হবে। পরবর্তী কোন টপিকের উপর আলোচনা চাচ্ছেন নিম্নে কমেন্ট করে জানাতে পারেন।
আরেকটি কথা না বললেই নয়। মানুষ মাত্রই ভুল হয়ে থাকে। আজকের আলোচনায় কোন ভুল ভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি এবং আমার ভুলগুলো আমাকে ধরিয়ে দেওয়ার জন্য নিচে কমেন্ট আশা করছি। তো সবার শুভ কামনা করে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top