এসএসসি রুটিন ২০২৪ | SSC Routine 2024

 প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। ইতিমধ্যে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। ২০২৪ সালের এসএসসি পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে মার্চ মাসে শেষ হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থীদের দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি কর্তৃক গত ২১ শে ডিসেম্বর প্রকাশিত হয়েছে ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এবং সমমানের পরীক্ষার রুটিন। 

এসএসসি রুটিন ২০২৪ | SSC Routine 2024

২০২৪ সালের রুটিন অনুযায়ী আগামী ১৫ ই ফেব্রুয়ারি থেকে ১২ই মার্চ পর্যন্ত পরীক্ষা চলমান থাকবে বলে জানা গিয়েছে।  আমাদের আজকের আর্টিকেলে আমরা ২০২৪ সালের এসএসসি এবং এর সমমানের পরীক্ষার তারিখ ও সময় এবং সাধারণ প্রস্তুতি বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন এবার আমাদের মূল আর্টিকেলে যাওয়া যাক।

এসএসসি রুটিন ২০২৪ | SSC Routine 2024

এসএসসি ২০২৪ সকল বোর্ডের পরীক্ষার রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। নিম্নে বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতায় সকল শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার রুটিন দেওয়া হলো। প্রয়োজনে আপনি এসএসসি পরীক্ষার রুটিন পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারেন।

বিষয় ও সময়

সকাল ১০ টা থেকে ১টা পর্যন্ত

বিষয় কোড

তারিখ ও দিন

১। বাংলা (আবশ্যিক)- প্রথম পত্র

২। সহজ বাংলা -প্রথম পত্র

১০১

১০২

১৫-০২-২৪

বৃহস্পতিবার

১।  বাংলা (আবশ্যিক )-দ্বিতীয় পত্র

২।  সহজ বাংলা- দ্বিতীয় পত্র

১০২

১০৪

১৮-০২-২৪

রবিবার

১। ইংরেজি (আবশ্যিক)- প্রথম পত্র

১০৭

২০-০২-২৪

মঙ্গলবার

১। ইংরেজি (আবশ্যিক)- দ্বিতীয় পত্র

১০৮

২২-০২-২৪

বৃহস্পতিবার

১। গণিত (আবশ্যিক)

১০৯

২৫-০২-২৪

রবিবার

১।  ইসলাম ও নৈতিক শিক্ষা

২।  হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা

৩।  বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা

৪।  খ্রিস্টধর্ম ও নৈতিক শিক্ষা

১১১

 ১১২

 ১১৩

 ১১৪

২৭-০২-২৪

মঙ্গলবার

১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

১৫৪

২৮- ০২-২৪

 বৃহস্পতিবার

১। গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়)

২। কৃষি শিক্ষা  (তত্ত্বীয়)

৩। সঙ্গীত (তত্ত্বীয়)

৪। আরবি

৫। সংস্কৃত

৬। পালি

৭। শারীরিক শিক্ষা ও ক্রীড়া      (তত্ত্বীয়)

৮। চারু ও কারুকলা (তত্ত্বীয়)

১৫১

১৩৪

১৪৯

১২১

১২৩

১২৪

১৩৩

১৪৮

২৯-০২-২৪

 বৃহস্পতিবার

১। পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়)

২। বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা

৩।  ফিন্যান্স ও ব্যাংকিং

১৩৬

১৫৩

১৫২

০৩-০৩-২৪

রবিবার

১। রসায়ন

২।  পৌরনীতি ও নাগরিকতা

৩। ব্যবসায় উদ্যোগ

১৩৭

১৪০

১৪৩

০৫- ০৩-২৪

মঙ্গলবার

১।  ভূগোল ও পরিবেশ

১১০

০৬- ০৩-২৪

১। জীববিজ্ঞান (তত্ত্বীয়)

 ২। অর্থনীতি

১৩৮

১৪১

০৭-০৩-২৪

 বৃহস্পতিবার

১। বিজ্ঞান

২।  উচ্চতর গণিত

১২৭

১২৬

১০-০৩-২৪

  রবিবার

১।  হিসাববিজ্ঞান

১৪৬

১১- ০৩-২৪

 সোমবার

১। বাংলাদেশ ও বিশ্বপরিচয়

১৫০

১২- ০৩-২৪

 মঙ্গলবার

দাখিল ২০২৪ পরীক্ষার রুটিন

এসএসসি দাখিল পরীক্ষার রুটিন প্রকাশ করেছে। আপনারা অনেকেই এসএসসি দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবেন। তাদের উদ্দেশ্যে নিম্নে আমরা দাখিল ২০২৪ পরীক্ষা রুটিন দিয়েছি। 

কুরআন মাজীদ ও তাজবীদ

১০১

১৫/০২/২০২৪

বৃহস্পতিবার

আরবি প্রথম পত্র

১০৩

১৮/০২/২০২৪

রবিবার

আরবি দ্বিতীয় পত্র

১০৪

২০/০২/২০২৪

মঙ্গলবার

গণিত

১০৮

২২/০২/২০২৪

 বৃহস্পতিবার

বাংলা প্রথম পত্র

১৩৪

২৫/০২/২০২৪

 রবিবার

বাংলা দ্বিতীয় পত্র

১৩৫

২৭/০২/২০২৪

 মঙ্গলবার 

হাদিস শরীফ

১০২

২৮/০২/২০২৪

বুধবার

আকাইদ ও ফিকহ

১৩৩

২৯/০২ /২০২৪

বৃহস্পতিবার

ইংরেজি প্রথম পত্র

১৩৬

০৩/০৩/২০২৪

 রবিবার

ইংরেজি দ্বিতীয় পত্র

১৩৭

০৫/০৩/২০২৪

মঙ্গলবার

১।  পৌরনীতি ও নাগরিকতা

২।  কৃষি শিক্ষা

৩। গার্হস্থ্য বিজ্ঞান

৪।  মানতিক 

৫। উর্দু

৬।  ফার্সি

৭।  বাংলাদেশ ও বিশ্বপরিচয়

১১১

১১৩

১১৪

১১২

১১৬

১২৩

১৪৩

০৬/০৩/২০২৪

 বুধবার

১।  ইসলামের ইতিহাস

২।  পদার্থবিজ্ঞান

১০৯

১৩০

০৭/০৩/২০২৪

 বৃহস্পতিবার

১।  রসায়ন

২। তাজবীদ নসর ও নজম 

( মোজাব্বিদ গ্রুপ)

৩। তাজবীদ (হিফজুল কুরআন)

১৩১

১১৯

১২১

১০/০৩/২০২৪

 রবিবার

জীববিজ্ঞান

১৩২

১২/০৩/২০২৪

মঙ্গলবার

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি 

১৪০

১৩/০৩/২০২৪

 বুধবার

উচ্চতর গণিত

১১৫

১৪/০৩/২০২৪

বৃহস্পতিবার

এসএসসি ২০২৪ সকল শিক্ষার্থীদের প্রতি নির্দেশনা আন্তঃশিক্ষা বোর্ড কর্তৃক

১। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।
২।  প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে।
৩।  প্রথমে বহুনির্বাচনী ও পরের সৃজনশীল পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোন বিরতি থাকবেনা।
৪।  তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে তিন দিন পূর্বে সংগ্রহ করবে।
৫।  শারীরিক শিক্ষা,  স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা  এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়ে সমূহ এনসিটিবি এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সংশ্লিষ্ট কেন্দ্র কে সরবরাহ করবে।  সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে।
৬।   শিক্ষার্থীগন তাদের নিজ নিজ উত্তরপত্রের OMR ফর্মে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কো্‌ড  ইত্যাদি যথাযথ ভাবে লিখে বৃত্ত ভরাট করবে।  কোনভাবেই উত্তরপত্র ভাজ করা যাবে না।
৭।  পরীক্ষার্থীকে সৃজনশীল/ রচনা মূলক,  বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে।
৮।  প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধন পত্রে বর্ণিত বিষয় সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।  কোন অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
৯।  কোন পরীক্ষার্থীর পরীক্ষা নিজ বিদ্যালয় বা প্রতিষ্ঠান অনুষ্ঠিত হবে না।  পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে।
১০। পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
১১।  কেন্দ্রীয় সচিব ছাড়া অন্য কোন ব্যাক্তি বা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে এবং ব্যবহার করতে পারবে না।
১২।  সৃজনশীল/  রচনা মূলক,  বহুনির্বাচনী ও ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতি পত্র ব্যবহার করতে হবে।
১৩।  ব্যবহারিক পরীক্ষা  নিজ নিজ কেন্দ্র বা ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
১৪।  পরীক্ষার ফল প্রকাশের সাত দিনের মধ্যে পুনঃনিরীক্ষার জন্য অনলাইনে এসএমএস এর মাধ্যমে আবেদন করা যাবে।

২০২৪ সালের এসএসসি দাখিল, মাধ্যমিক ও ভোকেশনাল এর পরীক্ষার সময়সূচি

উপরে আমরা এসএসসি ২০২৪ সালের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার সময়সূচি  এর সকল শিক্ষা বোর্ডের রুটিন দিয়েছি। এছাড়া অনেকেই রুটিনটি পিডিএফ আকারে চেয়েছে। তাদের উদ্দেশ্যে আমরা ২০২৪ সালের এসএসসি সকল শিক্ষা বোর্ডের রুটিন পিডিএফ আকারে দিব। যা থেকে আপনারা খুব সহজেই ডাউনলোড করে দেখে নিতে পারবেন অথবা কোন কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিতে পারবেন।

এসএসসি ২০২৪ পরীক্ষার প্রশ্ন সমাধান

তোমরা হয়তো অনেকেই জানো, আমরা তোমাদের বড় ভাইদের অর্থাৎ এস এস সি ২০২৩ সকল বিষয়ের প্রশ্নের সমাধান দিয়েছিলাম। তাই এবারও ২০২৪ সালের এসএসসি পরীক্ষার সকল প্রশ্নের সমাধান দিব বলে আশা করছি। তো তোমরা যারা এসএসসি পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে ভাবতেছ। তারা আমাদের সাইট থেকে অর্থাৎ এসএসসি পরীক্ষা ক্যাটাগরি থেকে তোমাদের সকল প্রশ্নের সমাধান দেখে নিতে পারবে।

২০২৪ সালের এসএসসি পরীক্ষার সাজেশন সকল বোর্ড সকল বিষয়

ইতিমধ্যে ২০২৪ সালের সকল বিষয়ের এবং সকল বিভাগের শর্ট চূড়ান্ত ও ফাইনাল সাজেশন প্রদান করেছি। তোমরা যারা এখনো প্রস্তুতি সম্পন্ন করতে পারোনি। তারা আমাদের এই সাইট থেকে তোমাদের এসএসসি পরীক্ষার প্রস্তুতি সহজেই নিয়ে নিতে পারো। কারণ আমরা ২০২৪ সালের এসএসসি পরীক্ষার সাজেশন শর্ট করে দিয়েছি। তো সবার শুভ কামনা করে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে।

Check Also

১৯ তম শিক্ষক নিবন্ধন সার্কুলার ২০২৪

আসসালামু আলাইকুম, সম্মানিত নিবন্ধন প্রত্যাশা বন্ধুরা  আশা করি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন। আজকে আমি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *