ntrcaNTRCA Preparation

18th ntrca syllabus for preliminary test school and College level

এনটিআরসিএ নোটিস ডট কম থেকে আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন আজকের নতুন আরেকটি টপিকে আপনাদের জানাতে যাচ্ছি শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি সিলেবাস ও মানবন্টন সম্পর্কে। আমরা অনেকেই নিবন্ধন সনদ এর মাধ্যমে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখতেছি। আবার অনেকেই শিক্ষক নিবন্ধন একাধিকবার দিয়েছি কিন্তু প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করতে পারিনি তাদের জন্য আজকের আয়োজন। 

১৮ তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি সিলেবাস ও মানবন্টন ২০২৪ | 18th ntrca syllabus for preliminary test school and College level

আমরা অনেকেই প্রিলিমিনারি সিলেবাস সম্পর্কে ধারণা না নিয়ে প্রস্তুতি নিয়ে থাকি। এর ফলে যা হয় পরীক্ষায় পাশ করা সম্ভব হয় না। তাই আমার মতে যে কোন পরীক্ষার বিষয়ে প্রস্তুতি নিতে হলে সেই পরীক্ষার সিলেবাস সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকা উচিত। 

আজকে আমরা ১৮ তম শিক্ষক নিবন্ধন এর প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস ও মানবন্টন  সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকের আলোচনায় স্কুল পর্যায়, স্কুল ২ পর্যায় এবং কলেজ পর্যায় প্রভৃতি সহ এনটিআরসিএ সিলেবাস সম্পর্কে আলোচনা করা হবে। 

১৮ তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি সিলেবাস ও মানবন্টন স্কুল পর্যায়

সামনে শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে । ১৮ তম শিক্ষক নিবন্ধন এর প্রিলিমিনারি পরীক্ষায় ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন করা হবে। যেখানে প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর প্রদান করা হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য .২৫ নম্বর কাটা হবে। 

১৮ তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি সিলেবাস ও মানবন্টন ২০২৪ | 18th ntrca syllabus for preliminary test school and College level

১৮ তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি সিলেবাস ও মানবন্টন ২০২৪ | 18th ntrca syllabus for preliminary test school and College level

উপরে আমরা শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস দিয়েছি। এছাড়া আজকের সিলেবাস সম্পর্কে আপনার কোন প্রশ্ন বা মতামত থাকলে নিম্নে কমেন্ট করে জানাতে পারেন। আমাদের এনটিআরসি নোটিস ডট কম সাইটে এনটিআরসিএ সিলেবাস নিয়ে একাধিক পোস্ট করা হয়েছে। আপনারা চাইলে সেই পোস্টগুলো দেখে আসতে পারেন। 

১৮ তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি ২০২৪

উপরে এনটিআরসিএ সিলেবাস সম্পর্কে আলোচনা করেছি। এখন ১৮তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি স্বরূপ কয়েকটি প্রশ্ন ও সমাধান দেখে নিন। 
১। বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে? 
সঠিক উত্তর প্রমথ চৌধুরী। 
২। বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কয়টি? 
৩টি।
৩। পুকুরে মাছ আছে এখানে পুকুরে কোন অধিকরণ কার? 
ঐকদেশিক অধিকরণ কারক । 
৪। ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কি বলে? 
কৃৎ প্রত্যয় বলে। 
৫। পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ? 
পর্তুগিজ বাসা থেকে আগত শব্দ। 
৬। তামার বিষ বাগধারাটির অর্থ কি? 
অর্থের কুপ্রভাব। 
৭। বীণাপাণি সমস্ত পট্টি কোন সমাস? 
ব্যধিকরন বহুব্রীহি সমাস।
৮। বাংলা বর্ণমালার উৎস কি? 
ব্রাহ্মী লিপি। 
৯। সম্বোধন পদের পরে যে চিহ্নটি ব্যবহৃত হয় তার নাম কি? 
কমা চিহ্ন। 
১০। শিরে সংক্রান্তি বাগদারাটির অর্থ কি? 
বাগধারাটির অর্থ হল আসন্ন বিপদ। 

একটি কথা না বললেই নয় সাইটের নাম দেখে অবশ্যই বুঝতে পারছেন আমাদের সাইটে কি ধরনের ব্লগ পাবলিশ করা হয়। তাই আপনি যদি এনটিআরসিএ আপডেট ইনফরমেশন এবংএনটিআরসিএ সর্বশেষ খবর সম্পর্কে জানতে চান তাহলে আমাদের সাইট নিয়মিত ভিজিট করুন । 

এনটিআরসিএ শিক্ষক নিবন্ধন প্রস্তুতি মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২৪
সরকারি-বেসরকারি চাকরির প্রস্তুতি পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২৪
১৮ তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি সাধারণ জ্ঞান পর্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
১৮ তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি পর্ব বিরাম চিহ্ন বা যতি চিহ্ন বা ছেদ চিহ্নের ব্যবহার

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button