১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৩ দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষক হতে আগ্রহী প্রার্থীদের নিবন্ধন ও প্রত্যয়নের লক্ষ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ(NTRCA) কর্তৃক আয়োজিত ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৩-তে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।
১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৩ এ পরীক্ষায় প্রার্থীদের প্রথম ধাপে প্রিলিমিনারি টেস্ট গ্রহণ করা হবে। প্রিলিমিনারি টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে।
১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৩ এর পরবর্তী ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।
১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৪ নিবন্ধন পরীক্ষার আবেদনপত্র
আরও পড়ুন
আজকের প্রকাশিত এনটিআরসিএ নোটিশ
এনটিআরসিএ শূন্য পদের তালিকা
এনটিআরসিএ নিয়োগ বিজ্ঞপ্তি
ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণকে http://ntrca.teletalk.com.bdওয়েবসাইটে প্রদত্ত ফরমে আবেদন করতে হবে।
খ. নিবন্ধন পরীক্ষায়অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণকে এ বিজ্ঞপ্তির ৪নং অনুচ্ছেদে উল্লিখিত পদ্ধতিতে আবেদনপত্র অনলাইনে পুরণ করতে হবে।
গ. বিজ্ঞপ্তিটি www.ntrca.gov.bdএবং http://ntrca.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের তারিখ এবং সময়সীমা নিম্নরূপ
ক. Online-এ আবেদনপত্র পূরণ ও ফি জমা প্রদান শুরুর তারিখ ও সময়: পরবর্তীতে জানানো হবে আমাদের সাইটে।
খ. Online-এ আবেদনপত্র জমা প্রদানের শেষ তারিখ ও সময়: আমাদের সাইটের আপডেট ফলো করুন।
গ. ১৮ তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে ১২(ক) অনুচ্ছেদে বর্ণিত সনদসমূহের মূলকপি মৌখিক পরীক্ষার সময় আবশ্যিকভাবে প্রদর্শন করতে হবে।
ক. ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৩ শুধুমাত্র User ID প্রাপ্ত প্রার্থীগণ উক্ত সময়ের পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে SMS-এর মাধ্যমে (বিজ্ঞপ্তির ৫নং অনুচ্ছেদের নির্দেশনা অনুসরণ করে) ফি জমা দিতে পারবেন।
খ. শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষায় না থেকে যুক্তিসঙ্গত সময় হাতে রেখে আবেদনে প্রদত্ত তথ্যাদি সম্পর্কে শতভাগ নিশ্চিত হয়ে সতর্কতার সাথেপ্রার্থীকে নিজে Online-এ আবেদনপত্র পূরণ ও প্রেরণ সম্পন্ন করতে পরামর্শ দেয়া যাচ্ছে।
১৮ তম শিক্ষক নিবন্ধন অনলাইন আবেদনপত্র পূরণ করার নিয়মাবলি
ক. শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী প্রার্থী যে পদে আবেদন করতে যোগ্য ও ইচ্ছুক ওয়েবসাইটে প্রবেশ করে সেই পদের রেডিও বাটন সিলেক্ট করেআবেদনপত্রের ফরম Open করবেন।
খ. Online আবেদনপত্রে প্রার্থী নিজ স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০) pixel ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ 300) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে সন্নিবেশ (Upload) করবেন।
গ. Online আবেদনপত্রেপুরণকৃত তথ্যই যেহেতু প্রিলিমিনারি, লিখিত, মৌখিক পরীক্ষা ও অন্যান্যসকল কার্যক্রমসহ উত্তীর্ণ প্রার্থীদের সার্টিফিকেট প্রদানের ক্ষেত্রে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র প্রেরণ (Submit) করার পূর্বেই পুরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে
প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। পুনশ্চঃ পুরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজেশতভাগ নিশ্চিত হবেন। আবেদনপত্র প্রেরণ (Submit) করার পর কোন তথ্য সংশোধনযোগ্য নয়। ঘ. বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের জন্য কোন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা না থাকলে উক্ত প্রার্থী আবেদন করতে পারবেন না।
কোন প্রার্থী বিদেশ হতে তার অর্জিত ডিগ্রিকে উল্লিখিত পদসমূহের পার্শ্বে বর্ণিত কোন শিক্ষাগত যোগ্যতার সমমানের বলে দাবি করলে তাকে সে মর্মে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্সকমিটি বা শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্সসনদের মূলকপি মৌখিক পরীক্ষার সময় সাক্ষাৎকার বোর্ডে উপস্থাপন করতে হবে। অন্যথায় মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবেনা।
ঙ. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের প্রিন্টকপি সংরক্ষণ করবেন। প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ১২(ক) অনুচ্ছেদে চাহিত সনদসমূহের মূলকপি মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করবেন। তাছাড়া পরীক্ষা চলাকালীন অনলাইন আবেদনপত্রের একটি প্রিন্টকপি প্রার্থী ব্যক্তিগতভাবে সংরক্ষণ করবেন যাতে সঠিকতা নিরূপণের প্রয়োজন হলে প্রার্থী তা প্রদর্শন করতে পারেন।
চ. প্রার্থী যে পদে পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে যোগ্য ও ইচ্ছুক সে পদের বিপরীতে বিজ্ঞপ্তিতে উল্লিখিত বিষয়/ বিষয়সমূহ হতে নিবন্ধন পরীক্ষার ঐচ্ছিক বিষয় নির্ধারণ করবেন এবং তা Online আবেদনপত্রে উল্লেখ করবেন।
ছ. প্রার্থীর নিজ নাম, পিতার নাম ও মাতার নাম এস.এস.সি অথবা সমমানের পরীক্ষা পাশের সনদে যেরূপউল্লেখ রয়েছে অনলাইন আবেদনপত্রে একইভাবে পূরণ করবেন।
জ. Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোননম্বরে পরীক্ষা সংক্রান্ত সকল বিষয়ে যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটিসার্বক্ষণিক সচল রাখা, SMS পঠন এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করার প্রতি মনোযোগী হবার পরামর্শ প্রদান করা হচ্ছে।
১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৩ পরীক্ষার ফি প্রদান:
ক. ১৮ তম শিক্ষক নিবন্ধন SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান:
Online-এ আবেদনপত্র Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা অনুসারে প্রার্থীর ছবি এবং Signature upload করে আবেদনপত্র Submit করাসম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID এবং ছবি ও স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবেন। উক্ত Applicant’s Copy প্রার্থী প্রিন্ট অথবা download করেসংরক্ষণ করবেন।
Applicant’s কপিতে প্রদত্ত User ID ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ নির্ধারিত ৩৫০/- (তিনশত পঞ্চাশ) টাকা আবেদন Submit করার অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা প্রদান করবেন।
প্রথম SMS: NTRCA <space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
দ্বিতীয় SMS: NTRCA <space> Yes <Space> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
খ. বিশেষভাবে উল্লেখ্য, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।
গ. শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID, Serial এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন
- i. User ID জানা থাকলে: NTRCA<Space>Help<Space>User<Space>User ID & send to 16222.
Example: NTRCAHelpUserABCDEF& send to 16222
- ii. PIN Number জানা থাকলে; NTRCA<Space>Help<Space>PIN<Space>PIN Number & send to 16222.
Example: NTRCAHelpPIN12345678& send to 16222.
অবতীর্ণ(Appeared) প্রার্থী:
ক. শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পরীক্ষায় অবতীর্ণ(Appeared) কোন প্রার্থীর আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। খ. শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সদ্য উত্তীর্ণ প্রার্থীগণসংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত প্রশংসাপত্র, টেবুলেশন শিট/ নম্বরপত্র ও প্রবেশপত্র মৌখিক পরীক্ষাকালে প্রদর্শনের জন্য সংরক্ষণ করবেন।
প্রবেশপত্র Admit Card):
ক. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি প্রার্থীর প্রদত্ত মোবাইল নম্বরে যথাসময়ে SMS-এর মাধ্যমে জানানো হবে। SMS প্রাপ্তির পর প্রার্থী তার প্রবেশপত্র http://ntrca.teletalk.com.bdওয়েবসাইট হতে Download করেনিতে পারবেন।
খ. ১৮ তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি টেস্টের প্রবেশপত্র ৫নং অনুচ্ছেদের নির্দেশনা অনুসারে পরীক্ষারনির্ধারিতফিজমাহলেটেলিটকবাংলাদেশ লিঃ হতেSMS-এর মাধ্যমে প্রার্থীর মোবাইল নম্বরে User ID এবং Password প্রেরণ করা হবে। প্রেরিত User ID এবং Password ব্যবহার করে প্রার্থীতার প্রিলিমিনারি টেস্টের প্রবেশপত্র যথাসময়ে Download করেনিতেপারবেন।
গ. ১৮ তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রবেশপত্র প্রিলিমিনারি টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল প্রকাশিত হওয়ার পর উত্তীর্ণ প্রার্থীদের অনুকূলে প্রবেশপত্র http://ntrca.teletalk.com.bdওয়েবসাইটে প্রদান (Upload) করা হবে। উত্তীর্ণ প্রার্থীগণSMS প্রাপ্তির পরইতোঃপূর্বে প্রদত্ত User ID এবং Password ব্যবহার করেলিখিত পরীক্ষার প্রবেশপত্র যথাসময়ে Downloadকরে নিতে পারবেন।
ঘ. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় ও স্থান SMS-এর মাধ্যমে যথাসময়ে অবহিত করা হবে।
ঙ. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ প্রিলিমিনারি টেস্টের প্রবেশপত্র ও লিখিত পরীক্ষার প্রবেশপত্র সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষা ওনিবন্ধনসনদ গ্রহণের সময়ে সেগুলো আবশ্যিকভাবে প্রদর্শন করবেন।
১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ডিক্লারেশন
ক. প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এ মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোন দুর্নীতির আশ্রয় গ্রহণ করা হলে বা কোন প্রার্থী আবেদনপত্রে জ্ঞাতসারে কোন ভুল বা মিথ্যা তথ্য প্রদান করলে বা প্রয়োজনীয় তথ্য গোপন করলে বা টেম্পারিং করলে বা কোন জাল সার্টিফিকেট দাখিল করলে বা বয়স ও শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সার্টিফিকেটের কোন অংশ বা প্রবেশপত্র কাটাকাটি বা পরিবর্তন করলে বা পরীক্ষার হলে মোবাইল ফোন বা কোন ধরনের ইলেকট্রনিক যোগাযোগ যন্ত্রসহ প্রবেশ এবং
উক্ত প্রযুক্তির মাধ্যমে অসৎ পন্থা অবলম্বন করলে বা পরীক্ষার হলে দুর্ব্যাবহার করলে বা প্রতারণার আশ্রয় নিলে তাকে উক্ত পরীক্ষাসহ NTRCA কর্তৃক অনুষ্ঠেয় পরবর্তী যে কোনপরীক্ষার জন্য অযোগ্য ঘোষণা করা হবে, অধিকন্তু তার বিরুদ্ধে ফৌজদারী কার্যক্রমও গ্রহণ করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
খ. কোন প্রার্থী সম্পর্কে অনুচ্ছেদ ৮-কতে বর্ণিত কোন অভিযোগ পাওয়া গেলে, যথাযথ তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট প্রার্থীর নিবন্ধন বাতিল করে সনদপত্র প্রত্যাহার করা হবে এবং তিনি কোন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ পেয়ে থাকলে উক্ত নিয়োগ বাতিল বলে বিবেচিত হবে এবং নিয়োগ
লাভের কারণে প্রাপ্ত আর্থিক সুবিধাদি ফেরতযোগ্য হবে এবং তার বিরুদ্ধে ফৌজদারী কার্যক্রমও গ্রহণ করা যাবে। গ. প্রার্থী কর্তৃক প্রদত্ত ডিক্লারেশনের প্রেক্ষিতে প্রিলিমিনারি টেস্টের জন্য সাময়িকভাবে যোগ্য বিবেচনা করে প্রবেশপত্র প্রদান করা হবে।
১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৩ প্রিলিমিনারি টেস্ট
ক. প্রিলিমিনারি টেস্টের সময়সূচি:
১৮তম শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৩ সালের অনুষ্ঠিত হবে। এনটিআরসির অফিসিয়াল ওয়েবসাইটে পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হবে। পরীক্ষার সময়সূচি, পরীক্ষার বিষয়, পরীক্ষার কেন্দ্র ইত্যাদি বিষয় সম্পর্কে আরও জানতে এনটিআরসির অফিসিয়াল ওয়েবসাইট পরিদর্শন করুন।
এনটিআরসির অফিসিয়াল ওয়েবসাইট হল: https://ntrca.gov.bd/
শিক্ষক নিয়োগ পরীক্ষার সময়সূচি খুব শীঘ্রই এনটিআরসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তাই নিয়মিত এনটিআরসির অফিসিয়াল ওয়েবসাইট পরিদর্শন করুন।
শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশের সময় এনটিআরসির অফিসিয়াল ওয়েবসাইটে এবং টেলিটক সিমের মাধ্যমে জানানো হবে। তাই নিয়মিত এনটিআরসির অফিসিয়াল ওয়েবসাইট এবং আপনার টেলিটক সিম চেক করুন।
শিক্ষক নিবন্ধন সম্পর্কিত সর্বশেষ তথ্য দেখুন
শিক্ষক নিবন্ধন ফলাফল দেখুন এখানে
সকল শিক্ষক নিবন্ধন পরিক্ষার প্রশ্নের সমাধান দেখুন
How to Check the NTRCA Written Result?
How to check NTRCA Preliminary Result?
বেসরকারি শিক্ষক নিবন্ধন নিয়োগ বিজ্ঞপ্তি 2024
১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৩ মৌখিক পরীক্ষা
ক. ১৮ তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল প্রকাশিত হওয়ার পর উত্তীর্ণ প্রার্থীদের অনুকূলে মৌখিক পরীক্ষার প্রবেশপত্র http://ntrca.teletalk.com.bd ওয়েবসাইটে প্রদান (আপলোড) করা হবে। উত্তীর্ণপ্রার্থীগণ SMS প্রাপ্তির পরইতোঃপূর্বে প্রদত্ত User ID এবং Password ব্যবহার করেমৌখিক পরীক্ষার প্রবেশপত্র যথাসময়ে Download করে নিতে পারবেন।
খ. ১৮ তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বিধি মোতাবেক যোগ্য প্রার্থীকে মৌখিক পরীক্ষায় আমন্ত্রণ জানানো হবে।
গ. ১৮ তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীগণকে SMS এর মাধ্যমে মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান অবহিত করা হবে। SMS-এ প্রাপ্ত নির্দেশনা মোতাবেক নির্বাচিত প্রার্থীগণকে ২০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষার নম্বরের ২টি অংশ থাকবে; যথা- শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের উপর ১২ নম্বর ও প্রশ্ন-উত্তরের উপর ০৮ নম্বর। মৌখিক পরীক্ষার উভয় অংশে অন্যুন শতকরা ৪০% নম্বর না পেলে সংশ্লিষ্ট প্রার্থী জাতীয় মেধা তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য বিবেচিত হবেন না।
ঘ. ১৮ তম শিক্ষক নিবন্ধন লিখিত ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বিধি মোতাবেক ফলাফল প্রকাশ করা হবে।
১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আবেদনের নিয়ম
১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আবেদন করতে নিচের নিয়মগুলো অনুসরণ করুন:
১. শিক্ষক নিবন্ধন পরীক্ষার ওয়েবসাইটে যান।
২. আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে আবেদন করতে চান সেই পথটি নির্বাচন করুন।
৩. অনলাইনে আবেদনপত্র পূরণ করুন। আবেদনপত্রে আপনার স্বাক্ষর এবং ছবি দিতে হবে। ছবিটি অবশ্যই রঙিন এবং 300 x 300 পিক্সেল আকারের হতে হবে।
৪. সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করুন। ভুল হলে আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে।
৫. ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলারে উল্লিখিত শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে।
৬. আবেদনপত্র পূরণ এবং জমা দেওয়ার সময় সতর্ক থাকুন।
৭. আবেদনপত্র প্রিন্ট করে সংরক্ষণ করুন।
১৮তম শিক্ষক নিবন্ধন আবেদনপত্র পূরণের সময় সতর্কতা
- সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করুন।
- ছবিটি অবশ্যই রঙিন এবং 300 x 300 পিক্সেল আকারের হতে হবে।
- স্বাক্ষরটি অবশ্যই সদ্য লেখা হতে হবে।
- মোবাইল নাম্বার অবশ্যই সক্রিয় হতে হবে।
১৮তম শিক্ষক নিবন্ধন আবেদনপত্র জমা দেওয়ার সময় সতর্কতা
- আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করুন।
- আবেদনপত্রটি প্রিন্ট করে নিন।
- আবেদনপত্রটি সঠিকভাবে জমা দিন।
- আবেদনপত্র জমা দেওয়ার সময় নির্দিষ্ট ফি প্রদান করুন।
১৮তম শিক্ষক নিবন্ধন প্রয়োজনীয় কাগজপত্র
- দুই কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি
- শিক্ষার্থীর ভোটার আইডি কার্ড
- অভিভাবকের ভোটার আইডি কার্ড
- শিক্ষার্থীর যাবতীয় শিক্ষা বিষয়ক সনদপত্র
- শিক্ষার্থীর স্বাক্ষর
হ্যাঁ, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার নিয়ে উপরে বিস্তারিত আলোচনা করা হয়েছে। শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আবেদন করার নিয়ম, আবেদন ফী জমা, নিবন্ধন রেজাল্ট দেখার নিয়ম সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে।
সম্মানিত পাঠক আপনারা যদি ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার সম্পর্কে বা ntrca Notice সম্পর্কে জানতে চান। তাহলে আমাদের এনটিআরসিএ নোটিশ সাইটটি ফলো করেত পারেন । এখানে ntrca এর সকল খবর প্রকাশ করা হয়ে থাকে।
এছাড়াও, আপনি নিম্নলিখিত বিষয়গুলি সম্পর্কে জানতে পারেন:
- ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার প্রকাশের তারিখ
- ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার আবেদন শুরুর তারিখ
- ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার আবেদন শেষের তারিখ
- ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফি
- ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষার তারিখ
- ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার রিটেন পরীক্ষার তারিখ