২০২৪ সালে ২৫শে ফেব্রুয়ারি গত রাতে শবে বরাত অনুষ্ঠিত হবে। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমরা শবে বরাতের গুরুত্বপূর্ণ নামাজের নিয়ম, শবে বরাতের গুরুত্ব ও তাৎপর্য, শবে বরাতের বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি।
শবে বরাতের নামাজ কত রাকাত
অবশেষে ২৬ ফেব্রুয়ারি ২০২৪ পবিত্র লাইলাতুল বরাত পালিত হবে। আমরা অনেকেই জানিনা শবে বরাতের নামাজ ফরজ না নফল। শবে বরাত নামাজ হচ্ছে নফল নামাজ। অন্যান্য নফল নামাজের মতই শবে বরাতের নফল নামাজ। অন্যদিন যেভাবে দুই রাকাত করে নফল নামাজ পড়েন। আজকে সেভাবেই নিয়ত করে নামাজ আদায় করতে পারেন। শবে বরাতের রাতে আপনার ইচ্ছা অনুযায়ী দুই রাকাত , চার রাকাত, ছয় রাকাত ৮ রাকাত অথবা ১০ রাকাত করে পড়তে পারেন।
লাইলাতুল বরাতের রাতে এশার নামাজ শেষ করে বেতর নামাজের আগে দুই রাকাত করে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী নামাজ পড়তে পারেন।
শবে বরাত এর নামাজের নিয়ত
শবে বরাতের নামাজের নিয়ত ও সময় আপনি কিভাবে করবেন। আপনি এই নামাজের নিয়ত দুইভাবে করতে পারেন। শবে বরাতের নামাজের নিয়ত বাংলায় ও আরবীতে করতে পারেন । বাংলায় শবে বরাতের নামাজের নিয়ত,,, শবে বরাতের দুই রাকাত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। অথবা এভাবেও বলতে পারেন,,, দুই রাকাত নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবার।
শবে বরাত নামাজের নিয়ম এবং শবে বরাতের নামাজ কিভাবে পড়বেন
আগেই বলেছি শবে বরাতের নামাজ আলাদা কোন নামাজ নয়। এটি অন্যান্য নামাজের মত নফল নামাজ। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী দুই রাকাত করে যত বেশি পড়বেন ততই আপনার সওয়াব হাসিল করতে পারবেন। এছাড়া আপনি সুরা ফাতেহা পড়ার পরে বড় বড় সূরা পরে নামাজ সম্পন্ন করতে পারেন।
প্রথমে আপনি নামাজের নিয়ত করে আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন।
এরপর ছানা পড়বেন এবং পাশাপাশি সূরা ফাতেহা পড়বেন।
সূরা ফাতিহা পড়া শেষ হলে কুরআন শরীফের যে কোন সূরা পড়বেন। এখানে আপনি একাধিক সূরা পাঠ করতে পারেন। অথবা এখানে অনেকেই অনেক বার করে সূরা ইখলাস পড়ে থাকে। চাইলে আপনিও পড়তে পারেন।
এরপর আপনি অন্যান্য নামাজের মত রুকু সেজদা করে সালাম ফিরাবেন।
আর এভাবে নামাজ পড়তে পারেন যতক্ষন পারেন। সর্বশেষ বেতর নামাজ আদায় করবেন।
এভাবে সারা রাত ইবাদত করার পর ফজরের নামাজ শেষে মোনাজাত করবেন। এবং নামাজ শেষে মোনাজাতে আপনার যে চাওয়া পাওয়া তা আল্লাহর কাছে পেশ করবেন।
শবে বরাতের রোজা কয়টি
শবে বরাতের রাতে আমরা অনেকেই রোজা রাখি এবং অনেকেই একাধিক রোজা করে থাকে। আপনি চাইলে শাবান মাসের 14-15 তারিখ রোজা রাখতে পারেন।
যে রাতে আপনি ইবাদত করবেন সেই রাতে রোজার নিয়ত করে সেহরি খাবেন। এভাবে আপনি রোজা রাখতে পারেন।