আপনারা যারা সরকারি বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রস্তুতি এবং প্রাইমারি চাকরির প্রস্তুতি নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের আয়োজন. আজকে আমরা শিক্ষক নিবন্ধন পরীক্ষার গুরুত্বপূর্ণ একটি টপিক যেখান থেকে প্রতিবারই একাধিক প্রশ্ন এসে থাকে। আজকের গুরুত্বপূর্ণ টপিকটি হচ্ছে ভাষা, বাংলা ভাষা ও বাংলা ভাষারীতি।
প্রতিবারই শিক্ষক নিবন্ধন অথবা যে কোন সরকারের বেসরকারি চাকরির পরীক্ষায় ভাষা, বাংলা ভাষা ও বাংলা ভাষারীতি থেকে প্রশ্ন করেই থাকে। আমরা এড়িয়ে যাই ।
বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ
ভাসারীতি সম্পর্কে জানতে হলে প্রথমেই বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ সম্পর্কে জানতে হবে। তবে প্রথমে জেনে নেই ভাষা কি? ভাষা হচ্ছে মনের ভাব প্রকাশের মাধ্যম। যার মাধ্যমে আপনি মনের ভাব প্রকাশ করতে পারেন আর সেটাই হচ্ছে ভাষা।
বাংলা ভাষার উৎপত্তি হলো ডঃ মুহাম্মদ শহীদুল্লাহর মতে সপ্তম শতাব্দীতে বাংলা ভাষার উদ্ভব হয়েছে। এবং ডক্টর সুনিতি কুমার চট্টোপাধ্যায় এর মতে দশম শতাব্দীতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। বাংলা ভাষার উৎস হচ্ছে প্রাকৃত ভাষা।
বাংলা ভাষা থেকে বিগত প্রিলিমিনারি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং উত্তর
১। মনের ভাব প্রকাশের মাধ্যম কি?
উত্তর হচ্ছে ভাষা।
২। আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল?
সঠিক উত্তর হচ্ছে অস্ট্রিক ভাষাভাষী ছিল।
৩। ইন্দো ইউরোপীয় ভাষা বংশের শাখা কয়টি এবং কি কি?
সঠিক উত্তর হচ্ছে দুইটি এবং ক্যান্টন ও শতম।
৪। বাংলা ভাষার উৎপত্তি সময় কত?
উত্তর ডঃ মুহাম্মদ শহীদুল্লাহর মতে সপ্তম শতাব্দী এবং ডঃ সমিতি কুমার চট্টোপাধ্যায়ের মতে দশম শতাব্দী।
৫। বাংলা ভাষার উৎস কি?
বাংলা ভাষার উৎস হচ্ছে প্রাকৃত ভাষা।
৬। ভারতবর্ষে মুসলিম শাসনামলে রাজ ভাষা ছিল?
ফারসি ভাষা ছিল।
৭। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে?
বঙ্গ কামরূপী ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে।
৮। ডঃ মুহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃতিক স্তর থেকে?
গৌড়ীয় প্রাকৃত থেকে।
৯। বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত?
ইন্দ্র ইউরোপীয়।
১০। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে?
বঙ্গ কামরূপী ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে।
ভাষারীতি পর্বের বাংলা লিপি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর
- ভারতীয় লিপির রূপ কয়টি এবং কি কি?
ভারতীয় লিপির রূপ দুইটি এবং ব্রাহ্মী এবং খরষ্ঠী।
- ভারতের মৌলিক লিপি কোনটি?
ভারতের মৌলিক লিপি হচ্ছে ব্রাহ্মী লিপি।
ভাষারীতি পর্বের বাংলা ভাষা থেকে বিগত প্রিলিমিনারি পরীক্ষায় আসা প্রশ্ন এবং সমাধান
১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বাংলা ভাষা থেকে প্রশ্ন একাধিক করে থাকে। তাই আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের ১৮তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি সম্পন্ন করতে সহায়ক হবে বলে মনে করি।
১। ভাষার মৌলিক অংশ কয়টি?
ভাষার মৌলিক অংশ হচ্ছে চারটি।
২। ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে?
ভাষা আগে সৃষ্টি হয়েছে।
৩। কোনটি ভাষার বৈশিষ্ট্য নয়?
ইশারা বা অঙ্গভঙ্গি।
বাংলা ভাষারীতি থেকে বিগত সালে অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষার আসা প্রশ্ন ও সমাধান
১। সাধু ও চরিত্র রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত হয় কোনটি?
? অব্যয় ।
২। ভাষার কোন রীতি তৎসম শব্দববহুল?
সাধুরীতি।
৩। বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে?
প্রমথ চৌধুরী।
৪। সাধু ও চলিত ভাষার প্রধান পার্থক্য কোনটি?
ক্রিয়া ও সর্বনাম পদের রূপগত ভিন্নতা।
৫। বাংলা সাধু ভাষার জনক কে/
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
৬। কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট?
সাধু ভাষা।
৭। প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ কি?
জনগণের ভাষা।
৮। সাদুরীতিতে কোন পথটি দীর্ঘরুপ হয় না?
অব্যয়।
৯। কথ্যরীতির সমন্বয়ে সৃষ্ট জনের ব্যবহৃত ভাষাকে কি বলে?
আদর্শ চলিত ভাষা।
১০। বাংলা ভাষারীতির কয়টি রূপ?
দুইটি।
এই ছিল আজকের ভাষারীতি সম্পর্কিত আলোচ্য বিষয়। উপরে আমরা ভাষারীতি থেকে বিগত প্রিলিমিনারি পরীক্ষায় গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান করেছি। এবং ভাষারীতি সংক্রান্ত অনেক তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি ভাষারীতি থেকে বিগত সকল প্রশ্ন তুলে ধরা হয়েছে। এবং পরবর্তীতে ভাষারীতি থেকে কোন প্রশ্ন আসলে আমাদের এই টপিক থেকে কমন থাকবে বলে আশা করি।
আপনারা যারা সরকারি বেসরকারি শিক্ষক নিবন্ধন অথবা প্রাইমারি শিক্ষক প্রস্তুতি নিতে চাচ্ছেন আমাদের এই সাইট থেকে প্রস্তুতি নিতে পারেন। এছাড়া আমাদের সাইটে এনটিআরসিএ এর সকল নিউজ খবরাখবর প্রদান করা হয়ে থাকে।