শিক্ষক নিবন্ধন, প্রাইমারি সহ বিভিন্ন সরকারি বেসরকারি চাকরির পরীক্ষায় সমার্থক ও বিপরীতার্থক শব্দ থেকে একাধিক প্রশ্ন করা হয়ে থাকে। বিগত বছরের বিভিন্ন চাকরির অথবা একাডেমিক পরীক্ষার প্রশ্নগুলো পর্যালোচনা করলে দেখা যায় সমার্থক ও বিপরীতার্থক শব্দ খুবই গুরুত্বপূর্ণ।
আমরা অনেকেই সমার্থক ও বিপরীতার্থক শব্দ অনেক জানি তারপরও পরীক্ষার সময় পারিনা। এর কারণ হচ্ছে আমরা বুঝে পড়ি না। কোন কিছু পড়লে সেটা ভালোভাবে আয়ত্ত করে তারপরেই ছেড়ে দিতে হবে।
আজকে আমরা সমার্থক ও বিপরীতার্থক শব্দ থেকে প্রশ্ন ও উত্তর জেনে নিব যা শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ।
১। জায়া শব্দের সমার্থক শব্দ কোনটি?
উত্তর অর্ধাঙ্গিনী।
২। পৃথিবীর সমার্থক শব্দ কোনটি?
উত্তর অবনী।
৩। পরভৃত শব্দের সমার্থক শব্দ কোনটি
উত্তর পিক।
৪। পানি শব্দের সমার্থক শব্দ কোনটি?
উত্তর বারি।
৫। আল্লাহ শব্দের সমার্থক শব্দ কোনগুলো?
উত্তর অন্তর্যামী, ঈশ্বর, খোদা, জগদীশ্বর, জগন্নাথ, দেবদাতা, প্রভু, বিধাতা, বিশ্বপতি, ভগবান, পরমাত্মা, সৃষ্টিকর্তা, স্রষ্টা।
৬। অন্ধকার শব্দের সমার্থক শব্দ কোনগুলো?
উত্তর অমা, অমানিশা, আধার, তমশা, তিমির।
৭। আলো শব্দের সমার্থক শব্দ গুলো কি?
উত্তর উদ্ভাস, আভা, জ্যোতি, দীপ্ত, ধুতি, নূর, প্রভা, বিভা, ভাতি।
৮। চন্দ্র শব্দের সমার্থক শব্দ কোনটি ?
উত্তর সোম।
৯। অম্বু শব্দের সমার্থক শব্দ কোনটি?
উত্তর পানি।
১০। অগ্নি এর সমার্থক শব্দ নয় কোনটি?
দ্যুতি।
১১। পৃথিবীর শব্দের সমার্থক শব্দ গুলো কি কি?
দুনিয়া, জাহান, ধরনি, বসুমতি, বসুন্ধরা, বসুধা, বসুমাতা, ধরা, ধরিত্রী, ধরাতল, মেদিনী, অদিতি, অবনী, অখিল, ভুবন, ভূতল, উড়বি, বিশ্ব, জগত, ক্ষিতী।
১২। মৃত্যু শব্দের সমার্থক শব্দ গুলো কি কি?
ইন্তেকাল, সংবরণ, চির বিদায়, জান্নাত বাসী হওয়া, দেহত্যাগ, প্রাণ ত্যাগ, পঞ্চত্ব প্রাপ্তি, পরলোকগমন, লোকান্তর, গমন শেষ, নিশ্বাস ত্যাগ করা, মরণ নিপাত মারা যাওয়া, পটল তোলা, মহাপ্রয়াণ।
১৩। রাত্রি শব্দের সমার্থক শব্দ গুলো হলো?
রাত, শর্বরী, নিশি, নিশা, অমানিশা, নিশীদ, নেশাথিনী, বিভাবরী, রজনী, যামিনী।
১৪। সমুদ্র শব্দের সমার্থক শব্দ গুলো হলো
সাগর, অর্ণব, জলদি, জলনিধি, উদধতি, নিলম্বু, অম্বতি, দরিয়া।
১৫। বায়ু শব্দের সমার্থক শব্দ গুলো হলো?
মারুৎ, পবনজন, জগত দল, জগৎপ্রাণ, সদাগোতি, অনিল, বাতাস, পবন, সমীর, সমীরণ, মরণদ।
উপরে আমরা সমার্থক এর ১৫টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান দেখিয়েছি। করি আপনাদের প্রতিটি সরকারি বেসরকারি পরীক্ষার জন্য 15 টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। উপরের প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছিল আর গুরুত্বপূর্ণ এজন্য আপনাদের সামনে তুলে ধরেছি।
আপনারা যারা সমার্থক ও বিপরীতার্থক শব্দগুলো বিস্তারিত পড়তে চান তাদের জন্য নিম্নে সমার্থক ও বিপরীতার্থক শব্দের বিস্তারিত জেপিজি আকারে দেওয়া হল।