ntrcaToday News

চলছে বিশ্ব ইজতেমার মোনাজাত সরাসরি

চলছে বিশ্ব ইজতেমার মোনাজাত সরাসরিঃ টঙ্গীর তীরে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত। রোববার সকাল ৯টায় এই কাঙিক্ষত মোনাজাত পরিচালনা করছেন হাফেজ মাওলানা জোবায়ের আহমেদ, বাংলাদেশ তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি এবং কাকরাইল জামে মসজিদের ইমাম ও খতিব।

চলছে বিশ্ব ইজতেমার মোনাজাত সরাসরি

মোনাজাতে অংশ নিতে দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি ময়দানে সমবেত হয়েছেন। মাওলানা নুরুর রহমান বাংলায় অনুবাদ করেন।

মোনাজাতে সমগ্র বিশ্বের মুসলমানদের নিরাপত্তা, ঐক্য, মুক্তি এবং ইহ ও পরলৌকিক কল্যাণ কামনা করে মহান আল্লাহর কাছে কাকুতি-মিনতি জানানো হয়।

গভীর ভাবাবেগপূর্ণ পরিবেশে ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে আকাশ-বাতাস-কাঁপিয়ে মহামহিমা ও দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অপার করুণা ও অশেষ রহমত কামনা করেন দেশ-বিদেশের অগণিত ধর্মপ্রাণ মুসলমান।

বিশ্ব ইজতেমার মোনাজাতের বিবরণ

সময়: সকাল ৯টা

স্থান: টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা ময়দান

বিশ্ব ইজতেমার মোনাজাত পরিচালনা

হাফেজ মাওলানা জোবায়ের আহমেদ, বাংলাদেশ তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি এবং কাকরাইল জামে মসজিদের ইমাম ও খতিব

  • অংশগ্রহণকারী: দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি
  • মোনাজাতের অনুবাদ: মাওলানা নুরুর রহমান
  • আখেরি মোনাজাতের পর চার দিন বিরতি থাকবে।
  • আগামী ৯ ফেব্রুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব তথা মাওলানা সা’দ আহমেদ কান্ধলভী অনুসারীদের ইজতেমা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button