১৮ তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রশ্ন সমাজবিজ্ঞানঃ ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? সমাজবিজ্ঞান (কোড ৩০৭) বিষয়ে সফলতার চাবিকাঠি পেতে আমাদের বিশেষ সাজেশন এবং বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ দেখুন। আজকে আমরা আলোচনা করব কীভাবে সঠিক প্রস্তুতি নেবেন এবং পরীক্ষায় কিভাবে সাফল্য অর্জন করবেন।
১৮ তম নিবন্ধন লিখিত পরীক্ষায় ভালো মার্ক পাওয়ার উপায়
১। খাতা সুন্দর করে মার্জিন করে নিবেন সেটা পেন্সিল বা কলম যেকোনো কিছুই হতে পারে।
২। যদি সৃজনশীল থাকে তবে ১ নং প্রশ্নের উত্তর
( ক ) ১নং প্রশ্নের উত্তর
( খ ) এভাবে লিখবেন ।
অনেকেই এসব লিখেনা এর ফলে খাতা দেখতে অসুবিধা হয়।
৩। যে প্রশ্ন গুলো ভালো পারবেন সেগুলা আগে উত্তর করতে পারেন। তবে সৃজনশীল হলে ক, খ, গ সব উত্তর দিবেন। এদের সিরিয়াল যেন ঠিক থাকে।
৪। ক লেখার পর যথেষ্ট ফাঁকা রাখবেন। এর পর খ শুরু করবেন। অর্থাৎ খাতা যেন পরিচ্ছন্ন থাকে। কোনো কাটাকাটি করা যাবেনা। হাতের লেখা একটু খারাপ হলেও ভালো করলে লিখলে ভালো মার্ক পাওয়া সম্ভব।
৫। জীববিজ্ঞানের বা যেকোনো বিষয়ের ক্ষেত্রে চিত্র পেন্সিল দিয়ে আঁকবেন ।
৬। প্রশ্নে কত মার্ক থাকবে তার ধরণ অনুযায়ী প্রশ্ন ছোট বা বড় করবেন। খুব বড় করলে সব উত্তর করতে পারবেন না। মনে রাখবেন সময় মাত্র তিন ঘন্টা ।
৭। ১ মার্কের জন্য একটা প্রামাণ্য সংজ্ঞা দিলেই হবে। কিন্তু ২ বা ৩ মার্ক থাকলে একাধিক দিতে হবে ।
৮। সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রে ৩ , ৪ বা ৫ মার্ক এর জন্য ভুমিকা / প্রাককথা / উপস্থাপনা এবং উপসংহার, মন্তব্য লিখবেন।
৯। পয়েন্ট গুলো চাইলে নীল কালি দিয়ে হাইলাইট করতে পারেন। সময় না পেলে কালো কালি ব্যবহার করবেন।
১০। সর্বশেষ কথা হচ্ছে যেকোনো মূল্যে সময়ের সাথে সব উত্তর শেষ করার চেষ্টা করবেন।