NTRCA ১৮ তম শিক্ষক নিবন্ধন রেজাল্ট দেখার নিয়ম 2024 [অনলাইন ও এসএমএস]

NTRCA ১৮ তম শিক্ষক নিবন্ধন রেজাল্ট দেখার নিয়ম 2024 [অনলাইন ও এসএমএস]: আজকে প্রকাশিত ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার রেজাল্ট ২০২৪ চেক করার নিয়মঃ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর ১৮ তম প্রিলি পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। যেখানে আমরা শেয়ার করতে চলেছি ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার রেজাল্ট বা ফলাফল ২০২৪ দেখার নিয়ম। যাতে করে আপনারা 18th NTRCA Result 2024 প্রকাশের পর দ্রুত ফলাফল জেনে নিতে পারবেন নিচের উল্লেখিত লিংক, link ও মোবাইল এসএমএস পদ্ধতির মাধ্যমে। আশা করি নিজেই আপনার ফলাফল দেখতে পারবেন।

এনটিআরসিএ ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার রেজাল্ট ২০২৪

এবার ২০২৪ সালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ১৮ তম নিবন্ধন পরীক্ষার রেজাল্ট ২০২৪ এর অপেক্ষায় রয়েছে অংশ নেওয়া প্রার্থীরা। আপনারা সকলে অবগত আছেন যে, নিবন্ধনের প্রিলি পরীক্ষা গ্রহণের ১ মাসের মধ্যেই রেজাল্ট প্রকাশ করা হয়ে থাকে। কিন্তু এবার প্রিলি পরীক্ষা গ্রহণের পরই রমজানের ঈদের ছুটি হয়, যার কারণে এপ্রিলের শেষ সপ্তাহের যেকোনো দিন ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার রেজাল্ট ২০২৪ প্রকাশ করা হবে। আজকের আলোচনা থেকে খুব সহজেই (এনটিআরসিএ) ফলাফল দেখে নিতে পারবেন।

NTRCA Latest ১৮ তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি ফলাফল ২০২৪

২০২৪ সালের গত ১৫ মার্চ, মোট ২টি শিফটে ১৮ তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষা গ্রহণ করা হয়েছে। যেখানে দিনের প্রথম ভাগ অর্থাৎ সকাল সাড়ে ৯ টা হতে সাড়ে ১০ টা পর্যন্ত স্কুল ও স্কুল-২ লেভেল বা পর্যায়ের। এবং একইদিন বিকালে সাড়ে ৩ টা হতে সাড়ে ৪ টা পর্যন্ত কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশের ৮টি বিভাগের মোট ২৪ জেলা শহরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। যার প্রথমে ধাপে প্রিলিমিনারি এই পরীক্ষা মোট ১০০ নম্বরের মাঝে গ্রহণ করা হয় (যার প্রশ্ন গুলো মোট ৪টি বিষয় করে প্রণয়ন করা হয়েছে)। যার প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর করে এবং প্রতিটি ভুল উত্তরে নেগেটিভ মার্ক রয়েছে শূন্য দশমিক পঁচিশ শতাংশ। উল্লেখ্য যে, ১৮ তম শিক্ষক নিবন্ধনের পরীক্ষার শেষে প্রিলিমিনারির এমসিকিউ ওএমআর শিট পিএসসি কর্তৃক মূল্যায়ন করা হচ্ছে, যা শেষে আশা করা যাচ্ছে ২৪ থেকে ২৫ এপ্রিলের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।

১৮ তম শিক্ষক নিবন্ধন (এনটিআরসিএ) রেজাল্ট দেখার নিয়ম

18th NTRCA Preliminary Exam Result 2024 PDF প্রকাশের পর স্বাভাবিক ভাবেই সকল প্রার্থীরা দেখতে বা পেতে চাইবে। কিন্তু অনেকেই রয়েছে যারা জানে না কিভাবে ১৮ তম নিবন্ধন পরীক্ষার রেজাল্ট দেখতে হয় তার সঠিক নিয়মাবলী।

অনলাইনে শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি ফলাফল

১৮ তম শিক্ষক নিবন্ধন রেজাল্ট পেতে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ফলাফল প্রকাশ সংক্রান্ত অফিচিয়াল ওয়েবসাইট ntrca.teletalk.com.bd/result তে যান, এবং সার্চ রেজাল্ট বক্স বিকল্প হতে আপনার রোল নম্বর ও পরীক্ষার ধরণ নির্বাচন করে সাবমিট বাটুনে ক্লিক করুন। এবার নিচের অংশে মেধা তালিকা সহ ১৮ তম শিক্ষক নিবন্ধনের রেজাল্ট দেখতে পাবেন।

18th NTRCA রেজাল্ট 2024 স্কুল, স্কুল ২ ও কলেজ পর্যায়

যেহেতু একই দিনের 18th NTRCA তথা নিবন্ধের প্রিলি পরীক্ষা গ্রহণ করা হয়েছে। তেমনিভাবে একই দিনের ১৮তম শিক্ষক নিবন্ধনের স্কুল/সমপর্যায় ও স্কুল পর্যায়-২ ও কলেজ পর্যায়ের পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে। উল্লেখ্য যে, ১৮তম এনটিআরসিএ প্রথম ধাপের প্রিলিমিনারি পরীক্ষার পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০ এবং মেধা তালিকাও প্রণয়ন করা হবে, এই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর।

NTRCA ১৮ তম শিক্ষক নিবন্ধন রেজাল্ট দেখার নিয়ম 2024 [অনলাইন ও এসএমএস]

NTRCA Latest News

ntrca.gov.bd result 2024

১৮তম শিক্ষক নিবন্ধন: প্রিলিমিনারি পরীক্ষার ফল

18th NTRCA Result 2024

18th NTRCA Preliminary Result 2024

18th NTRCA Written Result 2024

18th Teacher Registration Preliminary Result 2024

18th NTRCA Teletalk com bd result 2024

18th NTRCA Exam Preliminary Result 2024 MCQ Final Results

18th Ntrca preliminary result 2024

How to Check the NTRCA MCQ Result 2024

Checking your NTRCA MCQ Result 2024 is a straightforward process. Just follow each step carefully to ensure you can check your 18th Teacher Registration MCQ result 2024 without any hassle. Here’s how you can check your MCQ results:

  1. Visit the official NTRCA results website [ntrca.teletalk.com.bd]
  2. It will redirect you to the result page or click the result link from the menu.
  3. Now, Select your examination Name as “18th NTRCA Exam (Preliminary) Result.”
  4. You will be prompted to enter your roll number.
  5. Finally, click on the “Submit” button to view your results.

The MCQ Result will be displayed if the result is published by the authority.

অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৪ এর প্রিলিমিনারি টেস্টের ফলাফল

Leave a Comment