৩৪৮৭ পদে,৪৭তম বিসিএস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৪

আসসালামু আলাইকুম, সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা,আসা  করি আল্লাহর রমতে সকলেই ভালো আছেন, প্রতিদিনের মতো আজকেও আপানাদের সাথে নতুন একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো। আজকে আমরা আপনাদের সাথে ৪৭তম বি.সি.এস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ আলোচনা করতে যাচ্ছি তাই আজকের আর্টিকেল টি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন। নিম্নে ৪৭ তম বি.সি.এস নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতও আলোচনা করা হল। 

প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা,৪৭তম বি.সি.এস এর বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে,এখানে বলা হয়েছে সর্বমোট ৩৪৮৭ পদে সারা বাংলাদেশে সকল জেলার নারী-পুরুষ সকলেই আবেদন করতে পারবেন।বিজ্ঞপ্তিটি তে আরও বলা হইয়েছে যে নন ক্যাডারে নেওয়া হবে ২১০ জন। বাংলাদেশ সরকারী  কর্ম কমিশন এর ওয়েবসাইটে এই নিয়োগ বিজ্ঞপ্তি টি প্রকাশিত হয়ছে। 

৪৭ তম বিসিএস নিয়োগ বিজ্ঞপ্তি এক নজরে দেখুন- 

ক্যাডার সমূহ
পদ সমূহ
সাধারণ ক্যাডার৬২৭
প্রফেশনাল/টেকনিক্যাল ক্যাডার১৮৮৩

বিসিএস (স্বাস্থ্য)
১৩৬১

সাধারণ শিক্ষা
৯২৯
সাধারণ শিক্ষা (TTC)০৯
সাধারণ শিক্ষা (মাদ্রাসা)২৭
কারিগরি শিক্ষা১২
মোট৩৪৮৭

আবেদন শুরুর তারিখঃ১০/১২/২০২৪

আবেদিন শেষের তারিখঃ৩১/১২/২০২৪ 

বয়সঃ ২১ থেকে ৩২ বছর। 

 ৪৭ তম বিসিএস অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

৪৭ তম বিসিএস অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি

৪৭তম বি.সি.এস. পরীক্ষা-২০২৪ এর আবেদনপত্র (BPSC Form-1) পুরণ এবং পরীক্ষার ফি জমাদানের সময় 

১। আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১০.১২.২০২৪ খ্রিষ্টাব্দ তারিখ, বাংলাদেশ প্রমাণ সময় সকাল ১০.০০ মিনিট: 

২। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৩১.১২.২০২৪ খ্রিষ্টাব্দ তারিখ, বাংলাদেশ প্রমাণ সময় রাত ১১.৫৯ মিনিট; 

৩।  আবেদনপত্র জমাদানের শেষ তারিখ অর্থাৎ ৩১.১২.২০২৪ খ্রিষ্টাব্দ তারিখ, বাংলাদেশ প্রমাণ সময় রাত ১১.৫৯ মিনিটের মধ্যে system হতে স্বয়ংক্রিয়ভাবে User ID প্রাপ্ত প্রার্থীরাই কেবল উক্ত সময়ের পরবর্তী ৭২ ঘণ্টা (অর্থাৎ ০৩.০১.২০২৫ খ্রিষ্টাব্দ তারিখ, বাংলাদেশ প্রমাণ সময় রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত), সময়ের মধ্যে (বিজ্ঞপ্তির ১২.০ নম্বর অনুচ্ছেদের নির্দেশনা অনুসরণ করে) নির্ধারিত ফি জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পূর্বে বা পরে কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না; 

৪।  অনুচ্ছেদ ২.৩ এ বর্ণিত সময়সীমার মধ্যে (যা Applicant’s Copy তেও উল্লেখ করা থাকবে) প্রার্থীদের ফি জমাদান সম্পন্ন করতে হবে। ফি জমাদানের পূর্বে আবেদনপত্র সংশোধনের সুযোগ রয়েছে। আবেদনের প্রিন্ট কপি দেখে নিশ্চিত হয়ে ফি জমা দিবেন। ফি জমাদানের পর আর কোন সংশোধনের সুযোগ থাকবে না। আবেদনের জন্য শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে পর্যাপ্ত সময় নিয়ে আবেদন করতে পরামর্শ দেয়া হলো।

অনলাইনে আবেদনপত্র (BPSC Form-1) পূরণ পদ্ধতি 

১। প্রার্থীকে Teletalk BD Ltd. এর Web Address: http://bpsc.teletalk.com.bd অথবা বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের Web Address: www.bpsc.gov.bd এর মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত অনলাইন আবেদনপত্র (BPSC Form-1) পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমাদান সম্পন্ন করতে হবে।

 বর্ণিত ওয়েবসাইটে ৪৭তম বি.সি.এস. পরীক্ষা-২০২৪ এর বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদনপত্র পূরণের বিস্তারিত নির্দেশনা এবং নির্ধারিত BPSC Form-1 দৃশ্যমান হবে। অনলাইন আবেদনপত্র (BPSC From-1) পূরণের বিষয়ে ৪৭তম বি.সি.এস. পরীক্ষা-২০২৪ এর আবেদনপত্র (BPSC Form-1) অনলাইনে পূরণ, SMS-এর মাধ্যমে ফি জমাদান এবং Admit Card প্রাপ্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা দেয়া থাকবে।

অনলাইন ফরম পূরণের পূর্বে প্রার্থীকে উক্ত নির্দেশনা অংশটি ডাউনলোড করে প্রতিটি নির্দেশনা ভালোভাবে জেনে নিতে হবে। ক্যাডার পছন্দের ভিত্তিতে Application Form-এর ৩টি ক্যাটাগরি রয়েছে, যথা: 

(I) Application Form for General Cadres; 

(II) Application Form for Technical/Professional Cadres;

(III) Application Form for General and Technical/Professional (both) Cadres.

২।  প্রার্থী শুধু General Cadre এর প্রার্থী হতে ইচ্ছুক হলে General Cadre এর Application form অংশে ক্লিক করলে General Cadre এর আবেদনপত্র দৃশ্যমান হবে। অনুরূপভাবে, Technical/Professional এবং General and Technical/Professional (both) ক্যাডারের প্রার্থী হতে ইচ্ছুক হলে যথাক্রমে Technical/Professional এবং Both Cadre এর জন্য নির্ধারিত অংশটি ক্লিক করলে স্ব-স্ব ক্যাডারের জন্য প্রযোজ্য আবেদনপত্র দৃশ্যমান হবে। প্রার্থীর কাঙ্ক্ষিত BCS Application Form দৃশ্যমান হলে ফরমের প্রতিটি বিষয় প্রদত্ত নির্দেশনা অনুযায়ী পূরণ করতে হবে;

 ৩।  BCS Application Form-এর ৩টি অংশ রয়েছে: (I) Part-1: Personal Information; (II) Part-2: Academic Qualification; (III) Part-3: Cadre Option. এ ৩টি অংশ BCS Application Form পূরণ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা এবং BCS Application Form এর প্রতিটি field এ প্রদত্ত তথ্য/নির্দেশনা অনুসরণ করে পূরণ করতে হবে;

প্রিলিমিনারি টেস্টের বিষয় ও নম্বর বণ্টন

আরও পড়ুন-

১৯তম শিক্ষক নিবন্ধন পরিক্ষার প্রস্ততি ২০২৪

৪৭ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার মানবন্টন ও বিষয়াবলী প্রকাশ করা হয়েছে। বিসিএস প্রিলিমিনারি মোট সময় ২ ঘণ্টা।

* প্রতিটি MCQ প্রশ্নের সঠিক উত্তরের জন্য ০১ (এক) নম্বর পাবেন এবং ভুল উত্তরের জন্য ০.৫০ (শূন্য দশমিক পাঁচ শূন্য) নম্বর কর্তন করা হবে।

* (৪) লিখিত পরীক্ষায় পাশ নম্বর কমিশন কর্তৃক নির্ধারিত হবে এবং উহার সিদ্ধান্ত চূড়ান্ত হইবে।

* মৌখিক পরীক্ষার পাশ নম্বর হবে ৫০ (পঞ্চাশ)।

ক্রমিক  নম্বর বিষয়ের নামনম্বর বণ্টন 
বাংলা ভাষা ও সাহিত্য৩৫



ইংরেজি ভাষা ও সাহিত্য৩৫
আন্তর্জাতিক বিষয়াবলি২০

ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপন১০
সাধারণ বিজ্ঞান১৫
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি১৫
মানসিক দক্ষতা১৫
নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন১৫
গাণিতিক যুক্তি ১০
১০মোট ২০০

 প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ

 ৪৭তম বি.সি.এস. পরীক্ষা-২০২৪ এর প্রিলিমিনারি টেস্ট ২০২৫ সালের মে মাসে অনুষ্ঠিত হতে পারে। পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ, সময় ও নির্দেশনা যথাসময়ে কমিশনের ওয়েবসাইট এবং সংবাদ মাধ্যমে প্রকাশ করা হবে।

বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি চাকরির খবর আমরা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকি এবং সকল প্রকার চাকরির খবর সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকি। এই পোস্টের মাধ্যমে ৪৭ তম বি.সি.এস নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। 

Check Also

বাংলাদেশ সেনাবাহিনীতে এসএসসি পাশে চাকরির সুযোগ,

বাংলাদেশ সেনাবাহিনীতে এসএসসি পাশে চাকরির সুযোগ,আবেদন অনলাইনে 

বাংলাদেশ সেনাবাহিনী  নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তারা সৈনিক পদে সাধারণ (জিডি) এবং টেকনিক্যাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *